আমি বিজয়ের সূচনা দেখেছি
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ১৫ ডিসেম্বর, ২০১৪, ০৮:১২:২০ রাত
অশান্ত পৃথিবীতে চোখ দুটি মোর
বারবার কী যেন খূজছিল !
হঠাৎ সেদিন থমকে উঠে বলে
ঐ তো ওরা আসছে
যাদেরকে আমি এতদিন খুজেছি,
আমি বিজয়ের সূচনা দেখেছি।
আজ থেকে সাড়ে চৌদ্দশত বৎসর আগে যে পথ
দেখিয়ে গিয়েছিলেন শেষ নবী হযরত(সঃ)।
আমি তাঁর উত্তরসূরীদের পদধ্বনি
সমাজের প্রতিটি স্তরে লক্ষ্য করেছি
আমি বিজয়ের সূচনা দেখেছি।
শান্তির সয়লাব পৌঁছিয়ে দিতে
সমাজের প্রতিটি স্তরে
ওরা দেখেছি ঠাই করে নিয়েছে
দুঃখীর কুঁড়ে ঘরে।
রাস্তা থেকে কুঁড়িয়ে আনে
সকল টোকাইর দল
বলে তোরা এক সাথে আয়
একই সমাজে চল।
তবু কেন আজ তাদের প্রতি
এতো হিংসা-বিদ্ধেষ,
দেখে মনে হয় তা যেন সেই
জাহেলি যুগের হ্রেষ।
আর নয় কোন হিংসা-বিদ্ধেষ
আয় সব ছুটে আয়
একবার দেখা যাক কী ঘটেছিল
সেই সোনালী জামানায়।
বিষয়: সাহিত্য
১১২২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আয় সব ছুটে আয়
একবার দেখা যাক কী ঘটেছিল
সেই সোনালী জামানায়।
জাজাকাল্লা খায়রান। অনেক সুন্দর লিখেছেন।
মন্তব্য করতে লগইন করুন