আমি বিজয়ের সূচনা দেখেছি

লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ১৫ ডিসেম্বর, ২০১৪, ০৮:১২:২০ রাত

অশান্ত পৃথিবীতে চোখ দুটি মোর

বারবার কী যেন খূজছিল !

হঠাৎ সেদিন থমকে উঠে বলে

ঐ তো ওরা আসছে

যাদেরকে আমি এতদিন খুজেছি,

আমি বিজয়ের সূচনা দেখেছি।

আজ থেকে সাড়ে চৌদ্দশত বৎসর আগে যে পথ

দেখিয়ে গিয়েছিলেন শেষ নবী হযরত(সঃ)।

আমি তাঁর উত্তরসূরীদের পদধ্বনি

সমাজের প্রতিটি স্তরে লক্ষ্য করেছি

আমি বিজয়ের সূচনা দেখেছি।

শান্তির সয়লাব পৌঁছিয়ে দিতে

সমাজের প্রতিটি স্তরে

ওরা দেখেছি ঠাই করে নিয়েছে

দুঃখীর কুঁড়ে ঘরে।

রাস্তা থেকে কুঁড়িয়ে আনে

সকল টোকাইর দল

বলে তোরা এক সাথে আয়

একই সমাজে চল।

তবু কেন আজ তাদের প্রতি

এতো হিংসা-বিদ্ধেষ,

দেখে মনে হয় তা যেন সেই

জাহেলি যুগের হ্রেষ।

আর নয় কোন হিংসা-বিদ্ধেষ

আয় সব ছুটে আয়

একবার দেখা যাক কী ঘটেছিল

সেই সোনালী জামানায়।

বিষয়: সাহিত্য

১১০৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294635
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আর নয় কোন হিংসা-বিদ্ধেষ
আয় সব ছুটে আয়
একবার দেখা যাক কী ঘটেছিল
সেই সোনালী জামানায়।


জাজাকাল্লা খায়রান। অনেক সুন্দর লিখেছেন।
294638
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২৩
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ।আলহামদুলিল্লাহ।
294704
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:২৫
আফরা লিখেছেন : অনেক সুন্দর হয়েছে কবিতা ।জী ভাইয়া আবার আসবে সেই সোনালীযুগ ইনশা আল্লাহ ওরাই ফিরিয়ে আনবে ।
294749
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:১৯
রফিক ফয়েজী লিখেছেন : সেই সোনালী যুগের অপেক্ষায় দিন গুনছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File