তিন সময়

লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ০৫ নভেম্বর, ২০১৪, ০১:০৭:৪৬ রাত

শৈশবে তুমি খেলাধুলাকে

মনে কর একমাত্র কাজ

খেলার সামগ্রী কেড়ে নিলে

ভাব তোমার জীবন বরবাদ।

যৌবনে তুমি জলুস বাড়াতে

সাজ-সজ্জায় মত্ত রও

কে কার চেয়ে আরও বড়

সেটাই আসল ভেবে নাও।

বার্ধক্যে এসে ধনে-জনে

প্রাচুর্যের হিসাব মিলাতে চাও

কী পেয়েছি ? কী পাই নাই ?

হিসাবের খাতায় ধরতে যাও।

যত মিলাও হিসাবের খাতা

এগুলো আসল হিসাব নয়

জীবনে সফল হবে তখনই

যখন বরযখ আর কবরের পুঁজি পাও।

সে পুঁজিতো কেউ দেবে না

নিজের পুঁজি নিজে করতে হয়

জ্ঞানী আর বুদ্ধিমান যেজন

সে ই একাজে সফল হয়।

বিষয়: বিবিধ

১০৫২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281304
০৫ নভেম্বর ২০১৪ রাত ০১:২৫
আফরা লিখেছেন : সেই আসল বুদ্ধীমান যে দুনিয়ার নয় সময় থাকতে আখেরাতের পুঁজি যোগার করে ।

কবিতা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ভাইয়া ।
০৫ নভেম্বর ২০১৪ রাত ০১:৫৩
224913
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে চলে সঠিক সময়ে সঠিক কাজটি করার তাওফিক দান করেন।আমিন।
281362
০৫ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩৫
নিরবে লিখেছেন : নিজেকে বিচার করা সবচে কঠিন।
281381
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : যত মিলাও হিসাবের খাতা
এগুলো আসল হিসাব নয়
জীবনে সফল হবে তখনই
যখন বরযখ আর কবরের পুঁজি পাও।

খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
০৫ নভেম্বর ২০১৪ রাত ০৮:০৭
225143
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ।
290549
০২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৪
ইবনে আহমাদ লিখেছেন : মাশাআল্লাহ
এতো দেখছি নতুন রুপে রেনেসার কবির প্রতিভা।
আল্লাহ আপনাকে আরো সুযোগ তৈরী করে দেন। আমরা আপনার সাথে আছি।
290764
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৪৫
রফিক ফয়েজী লিখেছেন : আলহামদুলিল্লাহ।আল্লাহ আপনার দোয়া কবুল করুক।সাথে থাকার জন্যে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File