কাব্যে সূরা-ফাতেহা
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ২৩ অক্টোবর, ২০১৪, ০১:৪১:২৮ রাত
সমস্ত প্রশংসা তোমার জন্যে
সারা দুনিয়ার মালিক হে !
করুণা এবং দয়ার নিদর্শন
তোমার মতো আর দেখাতে পারে কে ?
পরম দয়ালু করুণার আধার
ওগো প্রভূ দয়াময় ,
চাই শুধূ আমি করুণা তোমার
সারাটি জীববময়।
প্রতিফল দিবসের তুমিই মালিক
তুমি ছাড়া আর নাই গতি ,
তাইতো বারবার ফিরে আসি প্রভূ
ফিরে আসি শুধু তোমার প্রতি।
তোমার এবাদত শুধু করি মোরা
তোমার কাছেই সাহায্য চাই ,
তুমিইত শুধু করুণার আধার
তোমার কাছে যেন আশ্রয় পাই।
সঠিক সরল পূর্ণ পন্থার
শুধুই মোরা সন্ধান চাই ,
তুমি ছাড়া আর কারো কাছে প্রভূ
এ পথের কোন সন্ধান নাই।
সহজ সরল সঠিক পন্থা
আমারে দেখাও তুমি ,
তুমিই সঠিক পথের দাতা
তুমিই জগত স্বামী।
সে পথে কভূ নিও না প্রভূ
যে পথে তোমার প্রিয়জন নাই ,
সে পথে চালাও যে পথে গেলে
তোমার প্রিয়জনদের দেখা পাই।
এ পথে চলে অনেকেই প্রভূ
হয়েছে পুরস্কারের অধিকারী
আমাদের শুধু করে নাও তুমি
তাদের পথের উত্তরসূরী।
অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা
হেদায়াত যাদের কর নাই দান
সে পথে না নিয়ে নাও গো সে পথে
যে পথে গেলে কর জান্নাত দান।
বিষয়: সাহিত্য
১১৭০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হেদায়াত যাদের কর নাই দান
সে পথে না নিয়ে নাও গো সে পথে
যে পথে গেলে কর জান্নাত দান।
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
মন্তব্য করতে লগইন করুন