কাব্যে সূরা-ফিল
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ১৯ অক্টোবর, ২০১৪, ১০:৪৬:০১ রাত
শুনেছ কি বড় বড় হস্তির কাহিনী
যা নিয়ে এসেছিল আবরাহার বাহিনী
ভাঙ্গিতে আমার ঘর,
আমার সৃষ্টি মানুষের তৈরি
মূর্তিকে তারা করিবে আপন
আমায় করিয়া পর।
বেশি কিছু নয় ছোট্ট পাথরকুচি
দিয়ে পাঠালাম অতি তুচ্ছ
ছোট ছোট পাখি,
যেই না মারিল পাথর মাথার তালুতে
নাড়ি-ভূড়ি সব বের হল
দিয়ে তাদের পশ্চাতে।
আর যে সব অঙ্গে যেথায় পড়িল
অঙ্গহানিতে দিক-বিদিক সব ছুটিল।
কারো পায়ের তলায় পড়ে
কেউবা গেল পিষে
কারো আবার পচন ধরে
অঙ্গ গেছে খসে।
মরণ নিয়ে থাকে যদি এতই আহাজারি
কেন আমার সৃষ্টি নিয়ে এত বাড়াবাড়ি।
সৃষ্টিতে মোর আমিই যে হয়ে আছি মহান
আবাবিল আর পাথরকুচি নয় কী তার প্রমাণ।
এতকিছু জেনেও তোমার হয় না এখনও হুশ
ক্ষমতার ধান্ধায় আন্ধা হয়ে
কোন পথে ঘুরছ হে ! মানুষ।
বিষয়: সাহিত্য
১০৬৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়লাম, দোয়া করি, জাযাকাল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন