কুরবানী রফিক ফয়েজী
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ১৮ অক্টোবর, ২০১৪, ০৪:৫৬:০৫ বিকাল
ইব্রাহিমকে ডেকে বললেন
মহান খোদা রাব্বানী
আমার রাস্তায় দাওনা তোমার
প্রিয় জিনিস কুরবানী।
এইনা আজ্ঞা পাওয়ার পরে
ইব্রাহিমের ললাটে
বলিরেখা দেখা দিয়ে
শিশির সম ঘামফুটে।
কিংকর্তব্য বিমূঢ়তায়
বার বার তার কাছে যায়
কেমন করে এমন কথা
প্রিয় পুত্রের কাছে সূধায়।
পরিশেষে ঈমানবলে
হয়ে সে যে বলীয়ান
বলে পূত্র খোদার রাহে
করতে হবে জীবন দান।
পুত্র আজ্ঞা শোনে খোদার
বলে বাবা দ্বিধা নেই
হাত-পা গুলো বেধে দিও
বেয়াদবির শংকাতেই।
পুত্র কথা শোনে ইব্রাহিম(আ)
নিলো খোলা তরবারী
পুত্র কুরবান করতে যেয়ে
দেখে করছে দুম্বা কুরবানী।
কুরবানী ত চায়নি খোদা
সে- যে রাহীম অ রাহমান
সে শুধু চেয়েছিল
ইব্রাহীমের ঈমানের টান।
বিষয়: সাহিত্য
১০৪১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মা শাআল্লাহ ....
লেখার সময় কবিতার মৌলিক কিছু বিষয় খেয়াল রাখলে আরো আরো সুন্দর হবে-
খেয়াল রাখব ইনশা আল্লাহ।ধন্যবাদ মন্তর্ব্যের জন্য।
মন্তব্য করতে লগইন করুন