কাব্যে সুরা-কাউসার রফিক ফয়েজী

লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ১৮ অক্টোবর, ২০১৪, ০১:৩৬:৩৮ রাত

ওরা যে যা বলুক তাতে তোমার

কি - বা যায় আর আসে

স্বয়ং আমি আল্লাহতায়ালা

আছি তোমার পাশে।

ওরা বলে লেজকাটা আর

নিঃবংশ যত সব

সবকিছু দেয়া-নেয়ার মালিক

আমিই একক রব।

লালন কর্তা পালন কর্তা

আমিই সবকিছুর নিয়ন্তা

আমি ভাসাই,আমি ডুবাই

আমি হাসাই,আমিই কাঁদাই।

আমি উঠাই উচ্চ শিখরে

আমিই ডুবাই সমূদ্র গহবরে

আমি উড়াই মহাকাশ পতঙ্গে

যতই উড়ুক রঙ্গে-ডংগে।

আমি বানাই প্রাসাদের মালিক

আমিই করি ধনী আর গরীব

আমি দেখি সব আপন নয়নে

কী করে তারা শয়নে-জাগরণে।

আমি বিস্তারি বংশ ও জাতি

আমি দিয়ে থাকি যশ ও খ্যাতি।

আমার দয়ায় থেকে যারা

মানে না আমার হুকুম-আহকাম

জীবন যুদ্ধে তারাই ব্যর্থ

হতে পারে না কভূ সফলকাম।

তাদেরকে আমি করেছি নিঃবংশ

লেজকাটা আবতার

তার বিপরীতে দিয়েছি তোমায়

অঢেল-অফুরন্ত হাউজে কাউসার।

বিষয়: সাহিত্য

৯৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File