টুডে ব্লগের # ঈদ আনন্দ আসর # প্রেজেন্টেড বাই আফরা । $$অনুষ্ঠানে পরিবেশিত ধাঁধার উত্তর$$
লিখেছেন লিখেছেন লজিকাল ভাইছা ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪৬:৫৬ রাত
টুডে ব্লগের # ঈদ আনন্দ আসর # প্রেজেন্টেড বাই আফরা
অনুষ্ঠানে পরিবেশিত ধাঁধার উত্তর নিন্মরুপঃ
১। ধরুন আপনি রাত্রে বাসায় ফিরছেন, আপনার গাড়িতে মাত্র দুই সিট একটিতে আপনি বসে ড্রাইভ করছে আর খালি আছে একটি। যাওয়ার পথে একটি বাস স্টপে আপনি দেখতে পেলেন একজন অসুস্থ বুড়িমা যাকে এখনই হাসপাতালে নেওয়া খুব জুরুরি কিন্তু সেখানে আপনার গাড়ি ছাড়া আর কোন গাড়ি নাই। সেই বাস স্টপেই দাঁড়িয়ে আছে আপনার এমন একজন বন্ধু যিনি একসময় আপনার জীবন বাঁচিয়ে ছিলেন, আর আছেন আপনার প্রিয় একজন ফুটবল তারকা ( মেসি/ রোনালদো/ নেইমার) সবাই লিফটের অপেক্ষায়। এখন আপনি কি করবে ? কি করলে আপনার সব দিক রক্ষা হবে, সবাই খুশী হবে, আপনিও খুশী হবেন ??
উত্তরঃ মেসি/রোনালদো কে গাড়ি দিয়ে বলব বুড়ি মা কে হাসপাতালে পোঁছে দিতে, আর আমি আমার বন্ধুর সাথে গল্প করতে করতে বাড়ি পথ ধরব। এতে বুড়িমা খুশী, হিরোর ও উপকার হল এদিকে আমি এবং আমার বন্ধুও খুশী ।
********************************************************
২। আপনাকে চারটি ৪ দেওয়া হল, এখন গাণিতিক অপারেশন যথাঃ যোগ, বিয়োগ, গুন, ভাগ একবারের বেশি না করে ২০ বানাতে হবে।প্রশ্ন হল কি ভাবে ?
উত্তরঃ প্রথমে ৪/৪=১
আমার আছে আরও দুইটি চার, এখন ভাগফল ১+৪=৫, আমার আছে আর একটি চার। সুতরাং ৫*৪=২০
সুতরাং সমীকরণটি হবেঃ [{(৪/৪)+৪}*৪]
@@@@@@@@@@@@@@@@@@@@@
৩। সমুদ্রতে জন্ম তাহার,
থাকে সবার ঘরে।
যাহাকে আমরা জীবন বলি,
তাহার ছোঁয়ায় সে মরে ।
উত্তরঃ লবণ ।
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
৪। যতোই তাকে কাটে, ততই সে বাড়ে ।
এমন এক অদ্ভুত জিনিস রে ভাই, গ্রাম বাংলায় রয় ।
উত্তরঃ পুকুর/ ডোবা ।
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
৫। বিধাতার এ এক অপরূপ সৃষ্টি, একই পুকুরে যে দুই রঙের পানি ।
উত্তরঃ ডিম ।
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
৬। কোন সে রসিক চাঁদ, নাকে বসে আমার ধরে কান ।
উত্তরঃ চশমা ।
৭। আট পায়ে চলে সে, চার পায়ে বসে।
কুমিরও নয়, বাঘও নই সে।
তবু জেন্ত মানুষ গিলে ।
উত্তরঃ পালকি ।
#####################################
৮। এক ভদ্র লোক ২০ তলা বিল্ডিং এর ১৯ তলা থেকে অফিসে যাওয়ার সময় লিফটে করে নিচে নামে । কিন্তু অফিস থেকে রাতে ফেরার সময় লিফটে উঠে ১২ তলায় নেমে পড়েন, পরে বাকি পথটা সিঁড়ি বেয়ে উঠেন। প্রশ্ন হলঃ কেন ??
উত্তরঃ লোকটি বামন / Midget।
**************************************************
৯। আট চালা ঘর তার, একটিই খুঁটি ।
ঘর বন্ধ করতে তার, টিপতে হয় টুটি ।
উত্তরঃ ছাতা ।
১০। ঘর আছে, বাতি নাই।
মানুষ আছে, কথা নাই ।
উত্তরঃ কবর ।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১১। এমন এক জিনিস আছে এই দুনিয়া ভাই,
না চাহিলেও সবাই কিন্তু তাহার স্বাদ পায় ।
উত্তরঃ মৃত্যু ।
বিষয়: বিবিধ
১৮৮৪ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাইয়া আপনি ২ নং উত্তরে যোগ, পুরণ ও ভাগ করেছেন, কিন্তু বিয়োগ তো করেন নাই।
উত্তর দাতাদের মধ্যে কে বেশি নাম্বার পেল?
তাদের ক্রমিক অনুসারে পুরস্কারের ব্যবস্থা করলে ভালো হয়।
প্রতিযোগীতার মূল আকর্ষণই হলো পুরস্কার, যেমন কিছুদিন আগে সাদিয়াপির প্রতিযোগীতায় পুরস্কার ও সিরিয়ালের কারণে অনেক আগ্রহ প্রকাশ করেছে, অনেকে না আসতে পারায় আফসোস করেছে। তখন কোন এক ব্লগারানী সন্তুষ্ট হতে না পেরে পোষ্ট করেছিলো, মানি না মানবো না। আমরা তখন উনার সহযাত্রী ছিলাম। আমি কিন্তু ভুলি নাই।
তবুও বলবো, ক্রেডিটের জন্য নয়, উৎসাহ দেওয়ার জন্য। ধন্যবাদ সাইয়ারা মনি।
আর দুই জনেরই সঠিক উত্তর সংখ্যা সমান ৭, কিন্তু আপনি ১নং ধাঁধার উত্তর অধেক দিয়েছেন।
আর আফরা শুরুতেই ৫ মিনিটের মধ্যে ৭ টি ধাঁধার সঠিক উত্তর দিয়েছিল। তাই আমার মতে দুই জনেই ফাস্ট হয়েছেন । ধন্যবাদ <:-P <:-P
এমন হইলে তো রিকশা ওয়ালা কো ট্রেনিং ছাড়াই প্লেইন চালাবে!!
আকাশেতে ওড়ে
প্রথম অক্ষর বাদ দিলে মাথায় বাস করে
মাঝের অক্ষর বাদ দিলে সর্বোলোকে খায়
শেষের অক্ষর বাদ দিলে ইয়ার্কি করা যায়
বলেন দেখি কি এইটা
amaderboi.com
মন্তব্য করতে লগইন করুন