টুডে ব্লগের # ঈদ আনন্দ আসর # প্রেজেন্টেড বাই আফরা । $$অনুষ্ঠানে পরিবেশিত ধাঁধার উত্তর$$

লিখেছেন লিখেছেন লজিকাল ভাইছা ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪৬:৫৬ রাত

টুডে ব্লগের # ঈদ আনন্দ আসর # প্রেজেন্টেড বাই আফরা

অনুষ্ঠানে পরিবেশিত ধাঁধার উত্তর নিন্মরুপঃ

১। ধরুন আপনি রাত্রে বাসায় ফিরছেন, আপনার গাড়িতে মাত্র দুই সিট একটিতে আপনি বসে ড্রাইভ করছে আর খালি আছে একটি। যাওয়ার পথে একটি বাস স্টপে আপনি দেখতে পেলেন একজন অসুস্থ বুড়িমা যাকে এখনই হাসপাতালে নেওয়া খুব জুরুরি কিন্তু সেখানে আপনার গাড়ি ছাড়া আর কোন গাড়ি নাই। সেই বাস স্টপেই দাঁড়িয়ে আছে আপনার এমন একজন বন্ধু যিনি একসময় আপনার জীবন বাঁচিয়ে ছিলেন, আর আছেন আপনার প্রিয় একজন ফুটবল তারকা ( মেসি/ রোনালদো/ নেইমার) সবাই লিফটের অপেক্ষায়। এখন আপনি কি করবে ? কি করলে আপনার সব দিক রক্ষা হবে, সবাই খুশী হবে, আপনিও খুশী হবেন ??

উত্তরঃ মেসি/রোনালদো কে গাড়ি দিয়ে বলব বুড়ি মা কে হাসপাতালে পোঁছে দিতে, আর আমি আমার বন্ধুর সাথে গল্প করতে করতে বাড়ি পথ ধরব। এতে বুড়িমা খুশী, হিরোর ও উপকার হল এদিকে আমি এবং আমার বন্ধুও খুশী ।

********************************************************

২। আপনাকে চারটি ৪ দেওয়া হল, এখন গাণিতিক অপারেশন যথাঃ যোগ, বিয়োগ, গুন, ভাগ একবারের বেশি না করে ২০ বানাতে হবে।প্রশ্ন হল কি ভাবে ?

উত্তরঃ প্রথমে ৪/৪=১

আমার আছে আরও দুইটি চার, এখন ভাগফল ১+৪=৫, আমার আছে আর একটি চার। সুতরাং ৫*৪=২০

সুতরাং সমীকরণটি হবেঃ [{(৪/৪)+৪}*৪]

@@@@@@@@@@@@@@@@@@@@@

৩। সমুদ্রতে জন্ম তাহার,

থাকে সবার ঘরে।

যাহাকে আমরা জীবন বলি,

তাহার ছোঁয়ায় সে মরে ।

উত্তরঃ লবণ ।

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

৪। যতোই তাকে কাটে, ততই সে বাড়ে ।

এমন এক অদ্ভুত জিনিস রে ভাই, গ্রাম বাংলায় রয় ।

উত্তরঃ পুকুর/ ডোবা ।

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

৫। বিধাতার এ এক অপরূপ সৃষ্টি, একই পুকুরে যে দুই রঙের পানি ।

উত্তরঃ ডিম ।

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

৬। কোন সে রসিক চাঁদ, নাকে বসে আমার ধরে কান ।

উত্তরঃ চশমা ।

Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

৭। আট পায়ে চলে সে, চার পায়ে বসে।

কুমিরও নয়, বাঘও নই সে।

তবু জেন্ত মানুষ গিলে ।

উত্তরঃ পালকি ।

#####################################

৮। এক ভদ্র লোক ২০ তলা বিল্ডিং এর ১৯ তলা থেকে অফিসে যাওয়ার সময় লিফটে করে নিচে নামে । কিন্তু অফিস থেকে রাতে ফেরার সময় লিফটে উঠে ১২ তলায় নেমে পড়েন, পরে বাকি পথটা সিঁড়ি বেয়ে উঠেন। প্রশ্ন হলঃ কেন ??

উত্তরঃ লোকটি বামন / Midget।

**************************************************

৯। আট চালা ঘর তার, একটিই খুঁটি ।

ঘর বন্ধ করতে তার, টিপতে হয় টুটি ।

উত্তরঃ ছাতা ।

At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End

১০। ঘর আছে, বাতি নাই।

মানুষ আছে, কথা নাই ।

উত্তরঃ কবর ।

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১১। এমন এক জিনিস আছে এই দুনিয়া ভাই,

না চাহিলেও সবাই কিন্তু তাহার স্বাদ পায় ।

উত্তরঃ মৃত্যু ।

বিষয়: বিবিধ

১৯১০ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343647
২৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:২৪
285089
লজিকাল ভাইছা লিখেছেন : ধন্যবাদ Good Luck Good Luck
343649
২৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৩৭
আবু জান্নাত লিখেছেন :
ভাইয়া আপনি ২ নং উত্তরে যোগ, পুরণ ও ভাগ করেছেন, কিন্তু বিয়োগ তো করেন নাই।

উত্তর দাতাদের মধ্যে কে বেশি নাম্বার পেল?
তাদের ক্রমিক অনুসারে পুরস্কারের ব্যবস্থা করলে ভালো হয়।

২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪৪
285057
আফরা লিখেছেন : জান্নাতের বাবা আমার ভাইয়া আপনি বেশি পেরেছেন তাই একটু ক্রেডিড নিতে চাচ্ছেন না---- ।
২৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:১০
285076
আবু জান্নাত লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
প্রতিযোগীতার মূল আকর্ষণই হলো পুরস্কার, যেমন কিছুদিন আগে সাদিয়াপির প্রতিযোগীতায় পুরস্কার ও সিরিয়ালের কারণে অনেক আগ্রহ প্রকাশ করেছে, অনেকে না আসতে পারায় আফসোস করেছে। তখন কোন এক ব্লগারানী সন্তুষ্ট হতে না পেরে পোষ্ট করেছিলো, মানি না মানবো না। আমরা তখন উনার সহযাত্রী ছিলাম। আমি কিন্তু ভুলি নাই। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
তবুও বলবো, ক্রেডিটের জন্য নয়, উৎসাহ দেওয়ার জন্য। ধন্যবাদ সাইয়ারা মনি। Good Luck Good Luck
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩০
285090
লজিকাল ভাইছা লিখেছেন : বলা হয়েছে ১ বারের বেশি নয়, সবগুলোই ব্যাবহার করার শর্ত নেই ।

আর দুই জনেরই সঠিক উত্তর সংখ্যা সমান ৭, কিন্তু আপনি ১নং ধাঁধার উত্তর অধেক দিয়েছেন।
আর আফরা শুরুতেই ৫ মিনিটের মধ্যে ৭ টি ধাঁধার সঠিক উত্তর দিয়েছিল। তাই আমার মতে দুই জনেই ফাস্ট হয়েছেন । ধন্যবাদ Good Luck Good Luck <:-P <:-P
343652
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩১
285091
লজিকাল ভাইছা লিখেছেন : Happy Happy
343653
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩৯
আফরা লিখেছেন : লিজিকাল ভাইছা ভাইয়া বলেদিলেন কেন আমি একটু চিন্তা করতেছিলাম কিন্তু সময় পাচ্ছিলামনা ।যাক বলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩৫
285092
লজিকাল ভাইছা লিখেছেন : আপনি এত দ্রুত কিভাবে উত্তর দিলেন ?? নিশ্চয় আম্মু বলেদিয়েছেন । সুন্দর একটি প্রোগ্রাম আয়োজনের জন্য ছোট্ট আপু আফরা কে অনেক ধন্যবাদ । <:-P <:-P <:-P <:-P
343662
২৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:৫৩
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩৫
285093
লজিকাল ভাইছা লিখেছেন : :Thinking :Thinking
343691
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এক নম্বর টার মধ্যে বিরাট ফাঁক আছে। মেসির ড্রাইভিং লাইসেন্স থাকবে বা সে গাড়ি চালাতে জানবে নিম্চিত হইলেন কেমনে!!
০২ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৩
285429
লজিকাল ভাইছা লিখেছেন : যে ১ যুগ ধরে একটি ক্লাবকে ড্রাইভ করতে পারছে, সে একটি গাড়ি ড্রাইভ করতে পারবে না এটা হতেই পারে না !!
০২ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৫
285430
লজিকাল ভাইছা লিখেছেন : ঠিক আছে ধরুন সে মেসি নয়, আপনার পছন্দের একজন হিরো।
০২ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৫৫
285432
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ক্লাব আর গাড়ি কি এক কথা!!!!
এমন হইলে তো রিকশা ওয়ালা কো ট্রেনিং ছাড়াই প্লেইন চালাবে!!
০৩ অক্টোবর ২০১৫ রাত ১২:১৪
285463
লজিকাল ভাইছা লিখেছেন : রিদওয়ান কবির সবুজ ভাই, ওটা বাংলাদেশ ন্য়, ইউরোপ। আমার ধারনা ইউরোপের কাজের বুয়ারা ও গাড়ি চালাতে পারে ।
343708
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১৩
নাবিক লিখেছেন : আমি উত্তরগুলা আগে থিইক্কাই জানতাম, মাগার বলি নাইক্কা। দেখলাম কে কেমন পারে.... Rolling on the Floor Rolling on the Floor
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৮
285161
আবু জান্নাত লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০২ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৬
285431
লজিকাল ভাইছা লিখেছেন : আমিও জানতাম আপনি জানেন কিন্তু সাহস করে শুধু বলতে পারেন নি !! Good Luck Good Luck
345139
০৯ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৩৩
মুসা বিন মোস্তফা লিখেছেন : তিন অক্ষরের নাম তার
আকাশেতে ওড়ে
প্রথম অক্ষর বাদ দিলে মাথায় বাস করে
মাঝের অক্ষর বাদ দিলে সর্বোলোকে খায়
শেষের অক্ষর বাদ দিলে ইয়ার্কি করা যায় Chatterbox Chatterbox Chatterbox

বলেন দেখি কি এইটা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

amaderboi.com
349085
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : শুধু হলে চলবে না! আমরা নিয়মিত এই অনুষ্ঠান চা্-ই-ই। অনুষ্ঠানটি নিয়মিত চালু করার জোর দাবী জানাচ্ছি..
১০
361518
০৫ মার্চ ২০১৬ রাত ০৯:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে আসার অনুরোধ থাকল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File