**** একজন সুপার ম্যান, তাঁর জন্য দোয়ার আবেদন ****
লিখেছেন লিখেছেন লজিকাল ভাইছা ২৪ মে, ২০১৫, ০৩:২০:৩৩ রাত
এই রকম আর একটি মানুষ, আমি দেখিনি জীবনে আমার। তাঁর সমস্ত জীবনটা তিনি বিলিয়ে দিয়েছেন, তাঁর মা-বাব, ভাইবোন, স্ত্রী-পুত্রদের জন্য, কখন পিছনে ফিরে দেখেনি, হিসাব মিলিয়ে দেখেন নাই, কি পেয়েছেন জীবনে ?? সম্ভবত তাঁর জীবন খাতায় “নিজ” এই একটি শব্দ নেই, নিজেকে নিয়ে কখনও স্বপ্নেও ভাবেন নি, অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে চলেছেন আজ পর্যন্ত।
সমাজ জীবনে, লড়েছেন গরীবের-ইয়াতিমের হক আদায়ের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, লড়েছেন সত্যের জন্য, আপোষ করেননি অন্যায়-মিথ্যার সাথে কখনও, সততার প্রতীক হিসাবে মাথা উঁচু করে দাঁড়ীয়ে আছেন সমাজে।
আর আমার জন্য !! আমার জীবনে, মহান আল্লাহ্র রহমতের ছায়া হয়ে বট বৃক্ষের ন্যায় প্রচণ্ড রোদে সুশীতল ছায়া দিয়ে যাচ্ছেন,জীবনের কাল বৈশাখী ঝড়গুলোতে সিনা টান করে দাঁড়ীয়ে যান ঝড়ের সামনে আর আমাকে আশ্রয় দিচ্ছেন নিরাপদ বাহুডোরে।এখনও স্বপ্নে এক পাহাড়ের চুড়া থেকে অন্য পাহাড়ের চুড়ায় জাম্প দিয়ে বেড়াই এই মানুষটি আছেন বলে।
এই মানুষটি আমার হিরো, আমার সুপারম্যান, আমার স্বপ্নের গৌতম শহরের হেফাজত কারী ব্যাডম্যান, আমার জন্মদাতা পিতা, আমার বাবা।আজ ১০দিন ধরে এই মানুষটি পড়ে আছে বিছানায়, আজ চারদিন ধরে পড়ে আছে হাসপাতালের ব্যাডে, আজ রাতে তাকে নিয়ে যাওয়া হয়েছে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে, বুকের ভিতর চিন চিন করছে বেদনায়। হে মহান রাব্বুল আলা-মিন, জীবন ও মৃত্যুর মালিক হে আল্লাহ্, আমার মাথার উপর থেকে আপনার রহমতের ছায়াটি সরিয়ে নিবেন না। হে আমার মালিক আমার বাবাকে সুস্থ করে দিন।আমীন, ছুম্মা আমীন।
( সবাই আমার সুপার ম্যান, আমার বাবার জন্য দোয়া করবেন)
বিষয়: বিবিধ
১৯৩৫ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তাকে সুস্থতা দান করুন।
'জান্নাতের দরজা' হলেন শ্রদ্ধেয় এই বাবা!
সন্তান আর পরিবারের জন্যে স্বার্থহীন ভাবে নিজেকে উজার করে দেয়ার বিমুর্ত প্রতিক!
মহান আল্লাহ আপনার বাবা কে পরিপুর্ণ সুস্হ্যতা দান করুন! আমাদের বাবা কেও সুস্হ্য রাখুন! আমিন ছুম্মা আমিন!!
আল্লাহতায়লা তাকে নেক হায়াত দিন।
আল্রাহ তাকে উত্তম হায়াত দান করুন।
মন্তব্য করতে লগইন করুন