আহারে...... বেচারা। নোকিয়া ১১০০ সেট দিয়ে তোলা ছবি....।

লিখেছেন লিখেছেন লজিকাল ভাইছা ২৬ অক্টোবর, ২০১৪, ১১:৪৯:৪৩ রাত

আহারে...... বেচারা। গরিবের কুত্তাগুলো। গরিবের হলে যা হয় আর কি!! এরা আদর্শের দিক দিয়ে গরিব, খুব গরিব। অনেক দিন ধরে প্রি-বিরিয়ানি ও খাইতে পারছে না। কেউ তো হেল্প কর বেচারাদের।

আধ্যাপক গোলাম আযাম স্যার এর লাশকে জুতা মারবে, নগ্ন ইতিহাসের একটা অংশ হতে যাচ্ছে, কত্ত বড় একটা সুযোগ, অথচ ছবিতোলার মত কোন ভাল ক্যামরা নেই। তাই নোকিয়া ১১০০ সেট দিয়ে ছবি তুলে, ফকিরনীর পোলা গুলায় তাদের পত্রিকায়( তসলিমা নাস্রিনের খরিদদার তোতলা বাবুর পত্রিকায়)ছাপায়।

এতদিন জানতাম এরা আদর্শহীন গরিব, এখন দেখি সহায়সম্বলহীন গরিব ও বটে। এরা গরিব অসহায়, সহায়সম্বলহীন হলুদ সাংবাদিক। সংবাদে হলুদ মিশাতে মিশাতে এদের জন্ডিস হয়ে গেছে। তাই আসুন এদের এই মহান অবদানের জন্য এদের কে চার-আনা , আটআনা করে দান করি, আর সাথে একটা করে পিএল দিয়ে দেশ থেকে বিদায় করি। একটা হল হলুদ প্রতিদিন, আর একটা হল হলুদ নিউজ 24.com .(বিঃদ্রঃ পিএল = পাছায় লাথি)।

বিস্ময়কর ব্যাপার হল, যে যুগে দেশের অলিতে গলিতে সাংবাদিক, রিকসা চালকের হাতেও ডিজিটাল ক্যামেরা যুক্ত মোবাইল থাকে, সেখানে তাদের সংবাদের সোর্স হল একজন জৈনক ব্লগার, (তাদের এত খারাপ সময় চলছে, যে তাদের কাছে পর্যাপ্ত সাংবাদিকও নেই) আর ঐ প্রাণীটি যে জুতা মারবে, তার কাছে নকিয়া ১১০০। একজন রিকসাওয়ালা কে বললে ই হত মাগনা মাগনা একটা ছবি তুলে দিত।



বিষয়: বিবিধ

১৪৫৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278484
২৬ অক্টোবর ২০১৪ রাত ১১:৫২
লজিকাল ভাইছা লিখেছেন : ব্লগার আফরা আপুর একটা হেডিং এর কিছু অংশ কপি করলাম।
278486
২৭ অক্টোবর ২০১৪ রাত ১২:০১
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
২৭ অক্টোবর ২০১৪ রাত ১২:১৫
222268
লজিকাল ভাইছা লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ
278493
২৭ অক্টোবর ২০১৪ রাত ০১:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কোন জায়গায় ঘটনাখান ঘটসে সেই কথা তো ক্ইতাছেন না তারা!!!
278528
২৭ অক্টোবর ২০১৪ রাত ০৪:১৩
কাহাফ লিখেছেন : Time Out Time Out Time Out Time Out
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৬
222383
লজিকাল ভাইছা লিখেছেন : বুজতে পারলাম না,
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫১
222385
কাহাফ লিখেছেন :
বাইড়াইয়া মস্তক ফাঠাইয়া দেওন দরকার।
২৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৯
222421
লজিকাল ভাইছা লিখেছেন : মাথা ফাঠিয়ে দিয়েন কিন্তূ চোখের যেন কোন ক্ষতি না হয়। অনেক ধন্যবাদ আপনাকে ।
278662
২৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আরে ভাই মারুক আর না মারুক সেটা তো বড় কথা নয় । একটা ছবি উঠায়া সেটা ফলাও করে প্রচার করাই তাদের আসল উদ্দেশ্য।
২৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
222432
লজিকাল ভাইছা লিখেছেন : কিন্তূ ছবি টা যে নকিয়া ১১০০ মোবাইল দিয়ে তোলা, এটা কি জনগন বুঝেনা। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File