Mysterious But Hilarious Eid Celebration !!!!
লিখেছেন লিখেছেন লজিকাল ভাইছা ১৯ অক্টোবর, ২০১৪, ১০:০৭:৫৭ রাত
অনেক ভেবেচিন্তে শুক্রবার সন্ধ্যায় শুরু করলাম ঈদ যাত্রা। প্রবাসে যেহুতু ঈদ মাত্র ১ দিন, তাই আমি সচারাচর একদিন আগ থেকে ঈদ উৎসব শুরু করি।যাত্রার শুরু থেকে কিছু অদ্ভুত কিন্তু আনন্দময় ঘটনা ঘটতে থেকে আমার সাথে। প্রাণপ্রিয় মানুষটির সাথে ঈদ উৎসব করার অদম্য ইচ্ছা নিয়ে ছুটলাম বাস ষ্টেশন, ওমা একি কাণ্ড আজ বাস স্টেশন টা ঢাকা শহরের সায়েদাবাদ এর মত মনেহচ্ছে ক্যা? অন্য দিন দেখি দুবাই থেকে আজমান এই রুটে যাত্রী থাকে না, দুবাই টু শারজাহ বা ডুবাই টু আবুধাবি লাইনে প্রচুর ভিড় থাকে কিন্তু আজ একি ? ভুল লাইনে আসলাম না তো? না ঠিকই আছে ঐ তো বোর্ড এ লিখা আছে ডুবাই টু আজমান। ২ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি ৩ টা বাস গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে কিন্তু আমি মাত্র দশ জনের পিছে থেকে ৩য় নাম্বার বাসটি মিস করলাম। পুর শরীর তাই ঘামে ভিজে একাকার, ভেবেছিলাম গরম বোধহয় এই বছরের মত বিদায় নিয়েছে কিন্তু না ঈদ উপলক্ষে আবার ফিরে এসেছে আমাদের কে পোড়াতে।
যাহোক পরের গাড়িতে যাত্রা শুরে করলাম, দোয়া-দরূদ যা জানি পাঠকরে নিলাম, কারণ ডুবাই টু শারজাহ এই পথটুকু যেতে আজ মনেহবে সায়াদাবাদ টু কাচপুর ব্রিজ যাচ্ছি । নরমালই ২৫ মিনিট লাগে আজ এক-দের ঘন্টা লাগবেই,কিন্তু একি!! আজ ২০ মিনিট পরেই দেখি শারজাহ ওভার ব্রিজ ।
দোস্ত কে ফোন কল দিলাম আমি আসতেছি, মনের রঙিন পর্দায় ভেসে উতল অনেক কাঙ্ক্ষিত স্বপ্ন, দোস্ত কুরবান দিচ্ছে তার একজন কসাই দরকার( যদি দোস্ত আমার একজন পাকা কসাই, ইনেয়াস্তা – জাভি যদি মাঝমাঠে থাকে তাহলে স্পেন বিশ্বকাপ জিতে সাথে ইউরো কাপ ও), এই রকম অনেক স্বপ্নও, একটার পর একটা স্বপ্ন দেখা শেষ কিন্তু একি !! শারজাহ টু আজমান ১০-১২ মিনিট এর পথ, দুই ঘণ্টায় ও শেষ হচ্ছেনা কেন , মনে হচ্ছে UAE এর সমস্ত গাড়ী আজ আজমান যাচ্ছে!! অবশেষে ৩ ঘণ্টা পর আজমান পৌঁছলাম। মনে হল আজ অনেকদিন পর ঢাকা থেকে ফেনী এসেছি।
রাতে ওয়াশ রুমে গেলাম কিন্তু ওয়াশ রুমের লাইট জ্বলছেনা বাধ্য হয়ে মোবাইল নিয়ে গেলাম, মোবাইল এর আলো দিয়ে কর্ম সম্প্রাদানের জন্য, একটা তেলাপোকা পড়ল এসে মাথায়, মোবাইল টা হাত থেকে পড়ে গেল পানিতে, কর্ম সারা মোবাইল শেষ, সকালে ঈদ আর এখন আমার মোবাইল গেল স্বর্গে, কিভাবে কি করব? সব নাম্বার মোবাইল এ,ঈদ উপলক্ষে তো কারো সাথেই তো যোগাযোগ করতে পারবো না ? মনে মনে বললাম ওহ আল্লাহ্ এটাই কি আমার এবারের ঈদ এর উপহার তোমার পক্ষ থেকে। আর আল্লাহ্ আল্লাহ্ করতে করতে শুয়ে গেলাম।
সকালে উঠে ঈদগাহে চলেগেলাম ঈদ এর নামায পড়তে, যথারীতি কসাই কর্ম সম্প্রাদন শেষে ঘুমের দেশে হারিয়ে গেলাম( ঘুম টাই প্রবাসী দের ঈদ উৎসবের অন্যতম প্রধান উপাদান ), অবশ্য তার আগে বন্ধুবর ও তার জীবন সাথীর(ভাবীর) যাদুমাখা হাতের মধুমাখা খওয়ার ভক্ষণ সেরেছিলাম।
সন্ধ্যা বেলায় ফুজাইরাহ(Fujairah) উদ্দেশ্যে মহা যাত্রা , রাতের মরুভূমি আর তার ভুকচিরে মৃদু শব্দের সুর তুলে ফুজাইরাহ দিকে এগিয়ে যাচ্ছে আমাদের গাড়ি, ড্রাইভিং হুইল হাতে টিপু ভাই তার দক্ষতা প্রমানের চেষ্টা করেই যাচ্ছেন, আর আমি মোবাইল হাতে নেভিগেশন সফটওয়্যার এর সাহায্যে নেভিগেশন করে যাচ্ছি। গাড়ী ছুটে যাচ্ছে দিব্বা(ফুজাইরাহ র ছোট একটা উপশহর)অভিমুখে, হঠাৎ আমাদের মধ্যে দ্বিধা, আগে ফুজাইরাহ না আগে ডিব্বা, আগে ঝর্না দেখব না পরে, এইসব বিষয় নিয়ে সিদ্ধান্ত হীনতায় ফোন দিতে হবে এক বড়ভাই কে যিনি থাকেন ডিব্বায়, কিন্তু তার নাম্বার আছে শুধু মাত্র আমার কাছে, তাতে কি আমার মোবাইলটা যে কাল রাত থেকে নষ্ট( অবশ্য সকালে মোবাইল টাকে গরু কাঁটার মত করে খুলে পার্ট-পার্ট আলাদা করে ফেলেছিলাম এবং রাতের ওয়াটার স্নান এর পর সকালে সুয্য স্নান করিয়েছিলাম ), আল্লাহর নাম নিয়ে মোবাইল অন করলাম ওমা!! একি! আমাকে অবাক করে দিয়ে মোবাইল ওকে, এবার মনে মনে বললাম আল্লাহ্ তুমি সত্যিই মহান, সত্যি ঈদ উপহার। ক্ষমা কর আমাদের কে ,অল্প বিপদে যাদের বিশ্বাসের খুঁটি নড়বড়ে।
এর পর নেভিগেশন মোবাইল টির চার্জ শেষ হয়ে যাওয়া, সী-বিচ এ দোস্তের তৈরি অসাধারণ বারবি- কিউ, ফিরতি পথে মোবাইল নেভিগেশন বন্ধ হয়ে যাওয়া, অন্ধকারে রাস্তা হারিয়ে যাওয়া সহ অনেক নাটকীয়তার পর রাত ২ টায় ঘরের ছেলেরা ক্লান্ত হয়ে ঘরে ফিরে এসেছে। তখনই মনে পড়ল ঈদ শেষ হয়ে গেল অপেক্ষায় থাকতে হবে আরও ১০ মাস।
All credit go to my Friend Jamil Khan & his Belove Family
বিষয়: বিবিধ
১১৫৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ড্রাইভিং হুইল হাতে টিপু ভাই
কোন টিপু ভাই????
আল্লাহ্ তুমি সত্যিই মহান..
ক্ষমা কর আমাদের কে ,
অল্প বিপদে যাদের বিশ্বাসের খুঁটি নড়বড়ে।
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন