স্যালুট ! স্যালুট! স্যালুট! ব্রিটিশ তোমরাই সবচেয়ে ভদ্র ও সভ্য জাতি
লিখেছেন লিখেছেন লজিকাল ভাইছা ১৮ অক্টোবর, ২০১৪, ০৫:৫৭:৫৭ বিকাল
স্যালুট ! স্যালুট! স্যালুট! ব্রিটিশ তোমরাই সবচেয়ে ভদ্র ও সভ্য জাতি
সেই ছোট্ট কাল থেকে প্রচণ্ড ব্রিটিশ বিরোধী ছিলাম, কারণ ছিল ২০০ বছরের শোষণ । ব্রিটিশদের নাম শুনলেই, কখনও আমি তিতুমির, কখনও হাজী শরীয়ত উল্লাহ বা সূর্যসেন হয়ে যেতাম মনেমনে। ইসরাইলের পরে ব্রিটিশদের কেই বেশী ঘৃণা মরতাম, এমন কি ইংল্যান্ডএর সাথে কোন টীম এর খেলা থাকলে, সেটা যে কোন টিমই হোক না কেন তাদের সাপোর্ট করতাম। জীবনে কখনও ইংল্যান্ড টিম কে ( যে কোন খেলায়) সাপোর্ট করি নাই ।
কিন্তু আমার চিন্তার ভুবন টা ১৮০ ডিগ্রিতে উল্টে গেল গত জুলাই ২০১৪ হতে। দেখলাম গাজা ইসরাইলী গনহত্যার প্রতীবাদে তারাই ছিল সবচেয়ে সোচ্চার, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় প্রতিবাদ তারাই করেছে, ৮০% মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিল গাজা কে সেভ করার জন্য।যদিও তাদের সরকার এর সাথে ইসরাইলের বন্ধুত্ব পুন্য সম্পর্ক রয়েছে। কিন্তু গতকাল দেখলাম জনমতের প্রতি তাদের সরকারের গুরুত্ব। আর অন্যদিকে আমাদের মত দেশে কিছু জানোয়ার-হায়ওয়ান ইসরাইলকে সমর্থন করে লেখালেখি করেছিল। ছিঃ ছিঃ নালত তদের উপর।আর আরব জাহানের কুলাঙ্গার গুলো তো ঘুমিয়ে ছিল, গাজা কে সেভ করা তো পরের কথা, ইসরাইলকে উল্টো বিভিন্ন ভাবে সহযোগিতা করেছিল ।তারা এর আগেও দুই একজন ব্রিটিশ এর সাথে কথা হয়েছিল, দেখলাম তারা লজিকাল । এর পরথেকে তাদের কে নিয়ে আমার ছোট খাট একটা গবেষণা হয়ে গেল । আবিষ্কার করলাম ব্রিটিশরা অনেক অনেক ভদ্র জাতি , অন্তত আমাদের চেয়ে হাজার গুন ভদ্র, তবে তাদের মধ্যে অনেক জাত্যাভিমান আছে, তারা কিন্তু সাদা কে সাদা এবং কালকে কাল বলে। এর ব্যাতিক্রম যে নেই টা কিন্তু নয়।
আজ পৃথিবীর সবচেয়ে মজলুম মানুষ গুলোকে সমর্থন করে প্রমান করলে তোমরাই দুনিয়াতে সবচেয়ে ভদ্র-সভ্য জাতি। স্যালুট তোমাদের কে !!
বিষয়: আন্তর্জাতিক
১৭১১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর আপনার করুণার জন্য অনেক ধন্যবাদ। লাইফ এ এই প্রথম কার করুনা পেয়েছি। অনুভব করছি করুণা কেমন হয়।
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন