I Love You সফটওয়ার ব্যাবহারের বিড়ম্বনা
লিখেছেন লিখেছেন অন্য মনস্ক ১৭ অক্টোবর, ২০১৪, ০১:৩৮:৪৭ রাত
অফিস থেকে পাওয়া SumSung Galaxy Pocket ফোনে Whatsapp, Viber সহ বিভিন্ন সফটওয়ার আপডেট দিচ্ছিলাম। এমন সময় এলোমেলোভাবে Voice Locked নামে একটি সফটওয়ার এর সন্ধান পেলাম। আপলোড শেষে Install দিলাম। যেহেতু সফটওয়ারটি আমার জন্য নতুন তাই কৌহতুহল বশতঃ ব্যাবহারের সিদ্ধান্ত নিলাম। ব্যাবহার করতে যা যা প্রয়োজন তা সবি কমপ্লেইট শুধু অন করলেই হবে। মূল সফটওয়ারের সাথে বেশ কয়েকটি ভয়েস অপশনও আছে, সর্ব প্রথম যে ভয়েস তা হচ্ছে I Love You. আমি আর চিন্তা ভাবনা না করেই দিলাম অন করে। Done, লক হয়ে গেছে। লক করে তো পড়ছি মহা মুশকিলে কোনভাবে খুলতে পারছিনা। হঠাৎ খেয়াল হলো যে আনলক করতে হলে তো আমাকে I Love You বলতে হবে। মোবাইল কে ঠিক মূখের কাছে এনে বললাম I Love You, সাথে সাথে Voice Error একটি ম্যাসাজ দেখাইলো। দুইবার চেষ্টা করলাম একি অবস্থা। অবশ্য বন্দর বাজারের মতো জায়গায় এমনি হওয়াটাই স্বাভাবিক। চারিদিকে হাউমাউ, মোবাইল হাউমাউ এক্সেপট করবেনা I Love You এক্সেপট করবে। দিলাম পকেটে ঢুকিয়ে যা করবার বাসায় গিয়ে করবো। একটু পরেই এমন এক অবস্থার তৈরী হলো আমার ফোন কল না করলেই না হয়। বাধ্য হয়ে মোবাইল পকেট থেকে বের করে ব্যাটারী খুলে অফ অন করলাম। লক লকই থেকে গেল আনলক আর হলোনা। অবশেষে বাধ্য হয়ে বিভিন্ন সূরে I Love You I Love You বলতে লাগলাম। করুন সূরে, মধুর সূরে, রাগী সূরে, অভিমানী সূরে, আবেগী সূরে, সোজা কথা ভিন্ন ভিন্ন সূরে I Love You বলতে লাগলাম। কাজ হলোনা। এক সময় রাগে দুঃখে মোবাইলরে একেবারে মূখের সাথে লাগিয়ে খুব উচ্চ সূরে I Love You I Love You I Love You বলতে লাগলাম। এতো জোরে জোরে I Love You I Love You বলছিলাম যে আশের পাশের সব লোক আমার দিকে হা করে তাকিয়ে আছে। তাদের দৃষ্টি ভঙ্গি দেখে বুঝাই যাচ্ছে যে তারা মনে ভাবছে জীবনে অনেক বেহায় বেশরম দেখছি কিন্তু তর মতো দেখি নাই। সবার চাহনি দেখে আমি কিছুক্ষনের জন্য শিলাময় পাথর হয়ে গিয়েছিলাম। জীবনে বেশ কয়েকবার লজ্জা পেয়েছি। কিন্তু এতো বিশ্রী অবস্থার মূখামূখি আর কখনও হইনি। আমার লজ্জারাও ভীষন লজ্জিত। ভাইরে ভয়েস লক হইতে সাবধান!!!! — feeling Shame.
বিষয়: বিবিধ
৯৩৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন