গুজবের কারবার
লিখেছেন লিখেছেন মুজাহিদুল ইসলাম আখুঞ্জি ১৮ অক্টোবর, ২০১৪, ০১:২৭:৪০ দুপুর
এখন পুরো পৃথিবীটাই চলছে গুজবের উপর ভিত্তি করে। ইতিহাস সৃষ্টি করা গুজবের স্বর্গ ইন্টারনেট আর শিল্পবিপ্লব নিয়ে তোলপাড়।
পছন্দ করি না করি, বিশ্বজুড়েই রাজনীতির অবকাঠামো হয় গুজব দিয়ে। যে যতো বেশি গুজব বিক্রি করতে পারে সেই নাদেরশাহরা ততো বেশি দিন ক্ষমতায় থাকে।
গুজব মানেই বিভ্রান্তি, কল্পনা, অতিরঞ্জিত ব্যাখ্যা, চাটুকারিতা, অসত্য। পুঁজিবাদ মানেই গুজব থেকে উদ্ভুত লাভক্ষতি।
ওয়ালস্ট্রিটে গুজব রটানোর জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খর্চ করে ভাড়া করা হয় এ্যানালিস্ট, যাদের কপালে বড় বড় ভদ্রলোক ব্যাংকের সিল, যেমন- গোন্ডম্যান স্যাক্স, বিয়ার স্টার্ণ, জেপি মর্গাণ, এআইজি, মুডি ইত্যাদি। এদের উঠানো স্টকগুলোর অন্তরালে কারচুপি এবং ঘুষ। এদের মেরুদন্ড ওয়াশিংটনে। ভাড়া করা এ্যানালিস্ট নামের মাফিয়াচক্রের জনপ্রতি বাৎসরিক আয় ১০০-২০০ মিলিয়ন ডলার পর্যন্ত। ওয়াশিংটনের লবির জন্য বিনিয়োগকারী ব্যাংকগুলোর বাৎসরিক বাজেট বিলিয়নের কম নয়, যারা সারাবছর ধরে ওয়ালস্ট্রিটের গডফাদারের ভূমিকা পালন করে সৃষ্টি করে অপরাধের স্বর্গভূমি। নানান গুজব সৃষ্টি করে মার্কেটে রটিয়ে দেয় কোন স্টক কতো উঁচু দামে কেনা যেতে পারে, আর তখন বাজারে লাগে আগুন। সেই সুযোগে আভ্যান্তরীণ গডফাদাররা স্টকগুলো ইচ্ছামত বিক্রি করে তুলে নেয় বিলিয়ন বিলিয়ন ডলার, যার নাম ইনসাইডার ট্রেডিং।
বিষয়: বিবিধ
৮৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন