স্বপ্ন
লিখেছেন লিখেছেন এস এম আবু নাছের ২৮ মার্চ, ২০১৫, ০৯:৫৫:৪৮ রাত
স্বপ্ন এঁকে চলি আমি
করি স্বপ্নের সাথে বসবাস
স্বপ্নচারী মনটাকে চিনি
করে যায় সদা হাঁসফাস।
স্বপ্নখেয়া ভাসিয়ে সূদূরে
কখনও হারাই নীলিমায়
জীবনের রঙে রঞ্জিত হয়ে
কল্পমেঘে তরী ভাসাই।
স্বপ্ন ছোঁয়ার সাধ্য আমার
হবে কী আর কোনদিন?
জীবন যেথা চলছে অসার
কাঁধে নিয়ে বোঝা সঙিন।
স্বপ্ন দেখতে শিখিয়েছে যারা
তারা চলে গেছে অচিনপুর
মনের মুকুরে গান ব্যাথাভরা
যেন লেগেছে চৈত্রের দুপুর।
বিষয়: বিবিধ
১৩৩৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বপ্ন দেখতে শিখিয়েছে যারা
তারা চলে গেছে অচিনপুর
মনের মুকুরে গান ব্যাথাভরা
যেন লেগেছে চৈত্রের দুপুর।
সুন্দর লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন