আত্মজিজ্ঞাসা
লিখেছেন লিখেছেন এস এম আবু নাছের ২২ মার্চ, ২০১৫, ০৯:০৯:২৪ রাত
একদা প্রত্যুষে ঘুম হইতে জাগিয়া
কাজে যাব বলে মাকে দিলাম ডাকিয়া
প্রস্তুতি শেষে বাড়ির হয়েছি বাহির
দেখিনু উপরে আগুন বর্ষিছে রবির।
শরীরে জমিল ঘাম মন হইল অস্থির
কেন প্রভু শাস্তি দিচ্ছে করিয়া মনস্থির
আক্ষেপ আর হাতাশা নিয়ে যাচ্ছি এগিয়ে
মনের সব খেদ জমিল প্রভুর তরে।
কেন দয়া করিয়া করেনা বারি বর্ষন
তাহলেত মনে আসিতনা অস্থির ক্রন্দন।
গাঁয়ের মেঠো পথে হেঁটে চলেছি একা
হঠাৎ পাইলাম এক বালকের দেখা
পদযুগল নাহি তার হুইল চেয়ারে বসি
প্রানপনে এগোয় সামনে সমানে দমকষি।
কাছে গিয়ে সযতনে শুধালুম আমি
কোথায় যাবে বাবা? কতদূর শুনি?
সহাস্য বদনে কহিল, “এইত সামনে”
বাজারে যাইবো কিছু সদা আনিতে।
বারেক শুধালুম, “আর কেউ কি নেই?”
কহিল, বাবা নেই, মা আছে বারিতেই
চলে গেল ছেলেটি পাশ কাটিয়ে
দীর্ঘশ্বাসে কিছুক্ষন রইলাম তাকিয়ে।
অপলক আঁখিযুগল গগনেতে মেলে
মুখফুটে শুকরিয়া এল বেরিয়ে।
স্রষ্টা দিয়েছে পদ, খুশিমত চলি
কত সুখ পেয়েও রয়েছি ভুলে
মাফ কর মালিক আমার গোস্তাখি
শোধরাও অন্তরের যত ভুল ত্রুটি।
অশ্রুসজল নেত্রে সামনে চলেছি এগিয়ে
তুচ্ছ আর ক্ষুদ্রতায় কপোল যাচ্ছে ভাসিয়ে
ঐ মাঠে কিছু বালক খেলিছে ফুটবল
তাহারই কিঞ্চিত শোনা যাইতেছে শোরগোল।
ক্রমেই কাছে গিয়ে দাঁড়াইলাম কিছুক্ষন
কত হরিষে তারা করিছে অনুরনন
দূরে দেখি এক বালক আপনা বসে
কি যেন ভাবিছে আপন কল্পনাতে।
কাছে গিয়ে ডাকিলাম, “এই যে, বাছা শোন”
আওয়াজ পাইলাম না সেথা হতে কোন।
আরও কাছে এগিয়ে কহিলাম কথা
কেন বসে আছ একাকী হেথা?
কত মজা করিতেছে তারা ফুটবলে মেতে
তুমি কেন খেলিছনা ওদের সাথে?
এবারে ইশারায় বালক যাহা কহিল
শুনিয়া নয়ন আবার আর্দ্র হইল
জন্ম থেকেই সে পায়না শুনিতে
পারেনা মন খুলে কথাও বলিতে।
লজ্জা, ঘৃনা আর অপমান আসি
বিবেক কহিছে মোরে, আমি কত দোষী।
কর্ণযুগল মম রয়েছে সচল আজো অবধি
তবুও রবের নাফরমানি করছি নিরবধি।
ইন্দ্রিয় দিয়েছে মালিক কালাম শুনিবার
তা দিয়ে শুনেছি কতনা বাক্য অসাড়।
মাফ যদি না করেন অন্তর্যামী
হয়ত আমায় হতে হবে জাহান্নামী।
সহস্র নেয়ামতের মাঝে রয়েছি ডুবে
তবুও এ শির কেন যায়না নুয়ে?
আসমান জমিনের হে অধিপতি!
তব করুনায় মোরে কর স্থিতধী।
হতে চাই তোমার আমি সাচ্চা গোলাম
দয়া কর, কর তুমি করুনা অফুরান।
#খোলা_বাতায়ন/আবু নাছের
বিষয়: সাহিত্য
১৩৬০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছন্দে ছন্দে ভাবের গুঞ্জরনে অনেক প্রয়োজনীয় কথাগুলো বলেছেন মাশাআল্লাহ। অনেক অনেক ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর।
ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ নাকি আপনি, তা নিয়ে আবারো গবেষণা করে নির্দিষ্ট করিতে হবে আসলে কে ভাল ছন্দবদ্ধ কবিতা লিখে।
আল্লাহ্ আপনার লিখার হাতকে সবসসসসসময় সচল রাখুন।
মন্তব্য করতে লগইন করুন