সেদিনের তরে
লিখেছেন লিখেছেন এস এম আবু নাছের ১১ নভেম্বর, ২০১৪, ০৪:৪৬:২৭ বিকাল
আজি হতে বহুদিন পরে
কোন অপরাহ্ন অবসরে
চকিত মনে পড়ে মোরে
একটু ক্ষণিকের তরে
খুঁজে নিও বন্ধু সন্তর্পনে
টুডে ব্লগে রব সঙ্গোপনে।
কত কথা কত গান, জুড়ায় যে মন প্রান
দুঃখ শোকের মাঝে, পেয়েছে তা নব তান
দিন যত হয় গত, বন্ধু হয় সমাগত
আসে যায় কত শত, হৃদ হয় পুলকিত।
হাসি গানে সবে মিলে,
ক্ষণগুলো যায় চলে
স্মৃতি শুধু রয়ে য়ায়
মন মাঝে ব্যাথা দেয়।
জানি সব এভাবে এগোবার নয়
চলতি পথে কত শত বাধাও যে রয়।
সব বাধা সাথে নিয়ে
দেহ প্রানে দোলা দিয়ে
অমোঘ নিয়তি মেনে
চলি পথ ধীরলয়ে।
তবুও হারাবো কোন একদিন
চলে যাব বহুদূরে হবো যে বিলীন
কথা আর লিখাগুলো রবেনা অমলিন
খুঁজে ফিরে এই মোরে পাবেনা কোনদিন।
যেটুকু লিখছি হেথা মনের খুশিতে
আমি না থাকিলেও তাহা রবে ইহাতে
ভালকিছু যদি তব দিয়ে থাকি আমি
দোয়া কর যেন মাফ করে অন্তর্যামী।
ভুল যদি কিছু হয় অজান্তে মোর
মাফ চাইছি বন্ধু করে করজোর
জানিনা আমি কতদিন রব হেথায়
সেদিনের তরে জানাই শুভ বিদায়।
---------------০-----------------
এস এম আবু নাছের
৪ঠা মে, ২০১৪ ঈসায়ী
বিষয়: বিবিধ
১৪৫১ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্মৃতি শুধু রয়ে য়ায়
মন মাঝে ব্যাথা দেয়।
এক কথায় ফাটাফাটি
শুভকামনা রইলো।
কবিতা অনেক ভাল হয়েছে ভাইয়া ধন্যবাদ ।
ক্ষণস্হায়ী জীবনের চরম সত্য কিছু কথামালা কত আবেগময়-মায়াময় তুলে ধরলেন শ্রদ্ধেয় এস এম আবু নাছের ভাই!
দরদমাখা এমন অনুভূতিতে আমাকেও শামিল করে নেয়ার অনুরোধ রইল!
জাযাকুমুল্লাহু তায়ালা খাইরান ........
মন্তব্য করতে লগইন করুন