জাতীর বেঈমান শেখ মুজীবকে প্রাধান্য দিতে গিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংগালী মাওলানা ভাসানীকে তো আমরা ভুলে যাইনি!!!
লিখেছেন লিখেছেন রাজাকারের বেয়াই ১৭ নভেম্বর, ২০১৪, ০৪:২৬:৩৪ বিকাল
শুধু শেখ মজীব কিংবা আওয়ামীলীগ নয়, বর্তমান নতুন প্রজন্ম ও এমন এক ব্যাক্তির সাথে গাদ্দারী করে চলছে যাকে ব্যাতিত ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণ-অভ্যুত্থান, ৭১ এর স্বাধীনতা সংগ্রাম সবকিছু,ই ছিল অসম্ভব। শুধু হাজার বছরের নয় আমি মনে করি বাংগালী জাতীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষটি হচ্ছেন মাওলানা ভাসানী (রহঃ). মিডিয়ার কারসাজি, সরকারের চাপাবাজি, চাটুকারদের ইতিহাস হয়ত শেখ মুজিবকে হিরো বানিয়েছে কিন্তু কারো মনের রাজা বানাতে পারেনি, পারবে ও না। রক্ষিবাহিনী, পুলীশ, দলীয় নেতাকর্মীদের দ্বারা বাংগালী জাতির উপর শোষন করা যায়, শাসক উপাধি পাওয়া যায় কিন্তু এতটুকু অন্তরে সুবিশাল জায়গা করা যায় না। জুতা মোছা, মোজা পরিষ্কার, শরীরে সযত্নে তেল মাখা, কোথায় ও বের হলে একটু পাশ দিয়ে হাটার জন্য পাগল হয়ে থাকা, ওজুর বদনা এগিয়ে দেয়োয়ার জন্য প্রতিযোগিতা করা, নিজেদের মধ্যে মনে হয় যুদ্ধ বেঁধে যাওয়ার মত অবস্থা সৃষ্টি হ,ওয়া অন্য কারো জন্য না হলে ও যেই মহা মানবের ক্ষেত্রে হয়েছিল তাকে আমরা চিনলামনা! আজ তার নামে কাউকে প্রবন্ধ লিখতে দেখলাম না, কাউকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিতে দেখলাম না। আসলে আমরা বাংগালী জাতি বড় অকৃতজ্ঞ। মাওলানা ভাসানীর জিবনী সম্পর্কে আমরা কয়জন বা জানি? অথচ, এই দেশের স্বাধিনতার প্রথম স্বপ্নদ্রষ্টা ছিলেন ভাসানী। ৭১ এ পাক হানাদারদের জুলুম থেকে বাংগালী জাতিকে রক্ষার জন্য তিনি সারা বিশ্ব চষে বেড়িয়েছেন। মজলুম অসহায় মানবতার জন্য নিজের আরাম-আয়েশ, ঘুম-নিদ্রা সব ত্যাগ করে রাস্তায় রাস্তায় কত হেটেছেন? যেই ভারতের কাছে বাংগালী জাতির জন্য সাহায্য চেয়েছিলেন সেই ভারত যখন মরন-ফাঁদ ফারাক্কা দিয়ে বাংগালী জাতির উপর অবিচার শুরু করল তখন শেখ মুজিব চুপ থাকলে ও ভাসানী চুপ থাকতে পারেননি। ৯২ বছরের বার্ধক্য নিয়ে ও রাস্তায় নেমে পড়লেন। পরিণামে পেলেন নিজের হাতে গড়া ছাত্র মুজিবের পক্ষ থেকে গৃহবন্দির উপহার। বেঈমান জাতি তার নেতাকে এভাবেই সম্মান দেখাল। হায়! আফসুস!
বিষয়: বিবিধ
১৪০৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন