আরবী নববর্ষঃ আমাদের প্রাণে কি সাড়া জাগায় না?
লিখেছেন লিখেছেন রাজাকারের বেয়াই ২৫ অক্টোবর, ২০১৪, ১০:২০:৩২ সকাল
আজকে কাউকে দেখলাম না "শুভ নববর্ষ" জানাতে, "হ্যাপী নিউ ইয়ার" বলতে। কারন আজকে যেই বর্ষ এসেছে তাতে আধুনিকতা দেখানোর কিছুই নেই। এই বর্ষের শুভেচ্চা জানাতে গিয়ে মৌলবাদী, সেকেলে এই সব শুনার কি দরকার আছে। সম্পাদকীয় লিখে খামাখা কাগজ নষ্ট করার তো প্রয়োজন নাই। আজকের দিবস নিয়ে মাতামাতি করলে তো আমেরিকা-ব্রিটেন থেকে "সচেতন, আধুনিক" এই সব তকমা পাওয়া যাবে না।
ইসলাম নিয়ে মোল্লারা আসলেই বেশী বাড়াবাড়ি করে। ইসলামে কি এই সবের কোন স্থান আছে?
আরবী নববর্ষের ব্যাপারে এই দেশের ৯০% লোকের ধারনা এমনি। এদের অনেকে জানে ও না আজ মুসলীম মিল্লাতের বিভিন্ন উৎসবের উৎস আরবী নববর্ষের প্রথম দিন। এদের কাজ হচ্ছে আশুরা, শবে মেরাজ, শবে ক্বদর, রমজান, আর দুই ঈদ ব্যাস এই কয়েকটা দিন আসলেই একটু খবরাখবর রাখে।
হায়! কবে আমাদের সচেতনতা আসবে?
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখাটা পড়লাম,ভালো লাগল। অন্ততঃ মুসলিমদের সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে কিছু টা।
অনেক ধন্যবাদ আপনাকে।
আমরা শেষ হয়ে গেছি মনে হচ্ছে, যা মনে থাকার তাই ভুলে যাই!
মন্তব্য করতে লগইন করুন