>> ইসলামী দলসমুহের ঐক্যের ভাবনা নিয়ে "জেমসের" বিখ্যাত গানটি এভাবেই নকল করলাম<

লিখেছেন লিখেছেন রাজাকারের বেয়াই ১৬ অক্টোবর, ২০১৪, ০৩:৩০:৫৬ দুপুর

তুমি নন্দিত, আল্লামা সাঈদীর লাখো মানুষের জলসায়,

আছো হেফাজত, জামাত, তাবলীগ, চরমোনাইদের ঈমানী চেতনায়।

তুমি মুফতী আমিনীর রক্তে আগুন ধরা জ্বালাময়ী সে ভাষন,

তুমি মাদ্রাসা-মক্তবে মিশে থাকা শায়খ হাফিজ্জীর স্বপন।

তুমি ছেলে হারানো শহীদমাতার ২০১৩ এর দিনগুলী,

তুমি বুকের মাঝে আগলে রেখেছ শাহ- জালালের পদধুলী।

তুমি পাঁচ কিংবা তার অধিক হাজারো শহীদের প্রাণ,

তুমি শাপলাচত্বরে ঘুমরে উঠা স্বজনহারা সেই গান।

আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালবাসি,

তুমি বারো আউলিয়ার পুন্যুভূমি তাই তোমায় ভালবাসি।

তুমি মুহিব খানের বিপ্লবী কবিতা "ইঞ্চি ইঞ্চি মাটি"

তুমি সীমাহীন ত্যাগে গড়ে উঠা ধর্মীয় রাজনীতির ঘাটি।

তুমি সুরের পাখি আইনুদ্দিনের দরদমাখা সেই গান,

তুমি মাওলানা ভাসানীর সর্বনাশা ফারাক্কামুখী অভিযান।

তুমি শাইখুল হাদীসের দীপ্ত ভাষায় বোখারীর তাশরীহ,

তুমি চরমোনাই পীরের জবানে জারী মহান রবের তাসবীহ।

তুমি শহীদ মাজলুম কাদের মোল্লার অশ্রুসিক্ত গোর,

আল্লামা ওলিপুরী, মুফতী ওয়াক্কাসের নতুন দেখা সেই ভোর।

তুমি "নাস্তিক মুক্ত বাংলা গড়ার"

তেজদ্দীপ্ত হুংকার,

তুমি লাখো মুমিনের দীপ্ত শপথে বেজে উঠ বারবার।

তুমি প্রতিটি পংগু জামাত-হেফাজতীর অভিমানের সংসার,

তুমি দোয়া,মুনাজাত,রাতের তাহাজ্জুদে কেঁদে উঠা হাহাকার।

আমার প্রাণের বাংলা,,,,,,,,,

বিষয়: বিবিধ

২০৮১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274962
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৯
অজানা পথিক লিখেছেন : অসাধারন! ব্লগে এসেই শুরুতেই সব কাপিয়ে দিচ্ছেন দেখছি! এভাবেই আপনাকে নিয়মিত চাই দেখতে
274965
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

অজানা পথিক লিখেছেন : অসাধারন! ব্লগে এসেই শুরুতেই সব কাপিয়ে দিচ্ছেন দেখছি! এভাবেই আপনাকে নিয়মিত চাই দেখতে

উনি যথার্থই বলেছেন, সহমত Thumbs Up

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Rose Praying
274966
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৫
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : পিলা
পিলাচ
পিলাচ
পিলাচ
পিলাচ
পিলাচ পিলাচ পিলাচ
পিলাচ
পিলাচ
পিলাচ পিলাচ পিলাচ
274996
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৩
মাজহার১৩ লিখেছেন : এই গানটি জেমসের সুরে গেয়ে ইউটিউবে ডাউনলোড করে দিলে সবচেয়ে কাজের কাজ হবে। এরপর প্রত্যেক হেফাজতি, জামাতি সহ সব ইসলামী দলের লোকদের মোবাইলে দিয়ে দিলে এই গানই হয়তো ইসলামিষ্টদের ঐক্যে সহযোগিতা করবে এবং আসন্ন বিপ্লব তরান্বিত করবে। আল্লাহর এমন কোন বান্দাহ নেই এই জমিনে যে এটি করতে পারবেন।
274997
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৩
ঘাড় তেড়া লিখেছেন : উহ! ফাটিয়া ফাটিয়া যায় (মানে ফাটাফাটি … )
275002
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৩
দিশারি লিখেছেন : কি আর বলবো Happy>- Happy>- Happy>-
275007
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪১
ইয়াফি লিখেছেন : সহমত।
275041
১৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ماشاالله ماشاالله মোহান আল্লাহ আপনার হাতকে আরো শক্তিশালি করুক ( امين )
275048
১৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:১০
শেখের পোলা লিখেছেন : বেয়াই সাব, কইছেন বটে, বাংলাকে এত বেশী দিতে গিয়ে আল্লাহর ভাগে কম না পড়ে তয় শির্ক হবে৷ ধন্যবাদ৷
১০
275054
১৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:২১
সবুজেরসিড়ি লিখেছেন : অসাধারণ লিখেছেন . . . এগিয়ে চলুন
১১
275580
১৮ অক্টোবর ২০১৪ সকাল ১১:৪৩
তৌহিদ লিখেছেন : খুব সুন্দর লিখেছেন ধন্যবাদ
১২
287909
২৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০২
আবু বকর সিদ্দিক লিখেছেন : ভালো লাগলো.......... ভালো লাগলো............ ধন্যবাদ Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File