আনার যোগের একটি ছেলে

লিখেছেন লিখেছেন উম্মত মোহাম্মদ ২২ জানুয়ারি, ২০১৫, ১০:০৫:৫৩ রাত

আনার যোগে একটি ছেলে হাটে গেল সদাই কিনতে বয়স তার ৯ কি ১০ হবে। সদাই কিনে দোকান্দারকে বল্ল, আংকেল আমাকে ডিস্কাউন্ট দিতে হবে। দোকান্দার হিসেব করে দেখলেন সদাই হচ্ছে ১২ আনার আর এতে লাভ হবে তার দেড় আনা। দোকান্দারত রিতিমত খুব ভাব চিন্তার মধ্যে পড়ে গেলেন, করি কি এখন এতে আমার লাভই কি হচ্ছে আর ডিস্কাউন্টইবা কি দেব। ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় এলো বুদ্ধি, আসলে এটাকে বুদ্ধি বলা যায়না এটা হল কুবুদ্ধি। যেমনি হঠাৎ তার মাথায় এলো তেমনি ঝটপট বাচ্চাটার উপর ছেড়ে বল্ল, আচ্ছা বাবা ৭+৫=১৩ আনা হয় তুমি আমাকে ১২ আনা দাও। বাচ্চাটাত মহা খুশি ১ আনা ডিস্কাউন্ট পেল অনেক কিছু কিন্তে পারবে। এই খুশিতে বাচ্চা চলে গেল নাচতে নাচতে। আমাদের অবৈদ সরকার ডিজিটাল ডিজিটাল বলে আর আমাদেরকে কিনা দিচ্ছেন আনার যোগের হিসাব। তিনিরা বোকার স্বর্গে বাস করছেন, নয়ত কি। সংসদে দাঁড়িয়ে কান্না আর বাহিরে গিয়ে বলেন বেটা মারনা। এই সব আনার যোগের আনাড়ী নাটক নয়ত কি? এই টেকনলজির যোগে মানুষকে বেউকুফ বানাতে চাচ্ছেন আর কি। মনে রাখবেন মানুষ এখন পশুর চামড়া পড়েনা আদিযোগের মানুষদের মত। এটা সভ্যতার যোগ আর এই সভ্যতার যোগে অসভ্যতা করে কেউ থাকতে পারবে না, পারেনি এবং কি পারবেও না। জাতির পিঠ আজ দেয়ালে ঠেকেছে, সর্বস্ব হারিয়ে আজ মাঠে নেমেছে গণতন্ত্র প্রতিষ্ঠার্থে, অধিকার আদায়ের লক্ষে। গনজোয়ার শুরু হয়েছে। আর একটাও ভূল সিদ্ধান্ত নিয়ে আগে বাড়বেন না। শেষ হয়ে যাবেন। সাগরের ঢেউয়ের কাছে যেমন বালুর বাঁধ টেকেনা। তেমনি গনজোয়ারে আপনারা ও টেকবেন না।

বিষয়: বিবিধ

১১২৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301325
২২ জানুয়ারি ২০১৫ রাত ১০:২৬
মোতাহারুল ইসলাম লিখেছেন : পিলাচ।
301334
২২ জানুয়ারি ২০১৫ রাত ১১:৩৭
সালসাবীল_২৫০০ লিখেছেন : চমৎকার হয়েছে! ধন্যবাদ
301348
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:৩১
দ্বীপ জনতার ডাক লিখেছেন : ভালো হইছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File