চরমনাই পীর কী মুসলিম?

লিখেছেন লিখেছেন সাইফুল ইসলাম গাজী ২৩ জুলাই, ২০১৫, ০৪:১৬:৫১ রাত

চরমনাই পীরের কথা তার নিজের জবানেই শুনুন, তিনি নিজেই বলছেনঃ

‘’আমিতো এখন আমাকেই চিনি না, আমি যে কে তাহাই আমি জানি না,

আমি কি জাতি, মুসলমান, না ইহুদী, না অগ্নিপুজক তাহাও বলিতে পারি না‘’

সৈয়দ মোহাম্মাদ এছহাক এর রচনাবলী; আল-এছহাক পাবলিকেশন্স; বাংলাবাজার প্রকাশকাল ফেব্রুয়ারি ২০০৭; আশেক মা’শুক বা এস্কে এলাহী; পৃষ্ঠা নঃ ৯১

যে ব্যক্তি বলে যে আমি মুসলিম নাকি ইয়াহুদি নাকি অগ্নিপুজক তা আমি জানি না সে কখনই মুসলিম হতে পারে না, কেননা মুসলিম সেই ব্যক্তি যে ঈমান আনে আল্লাহর প্রতি, তার ফেরেশ্তাগনের প্রতি, কিতাবসমুহের প্রতি, পরকালের প্রতি, রাসুলগনের প্রতি এবং তাকদীরের ভাল মন্দের প্রতি। আমরা সবাই জানি যে, ইয়াহুদিরা আল্লাহর কিতাব কোরআন এবং আল্লাহর রাসুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি ইমান আনে না এবং অগ্নিপুজকরা না ঈমান আনে আল্লাহর প্রতি, না ফেরেশতাদের প্রতি, না কিতাব সমুহের প্রতি না রাসুলগনের প্রতি, যে ব্যক্তি নিশ্চিত নয় যে সে কি মুসলিম, নাকি ইয়াহুদি নাকি অগ্নিপুজারক সে কাফির, কেননা ইয়াহুদিরা এবং অগ্নিপুজারকরা কাফির এবং মুশরিক, আর পীর সাহেব নিজেই জানেন না তিনি মুসলিম না অগ্নিপুজক অর্থাৎ কাফির।

বিষয়: বিবিধ

১৭২৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331219
২৩ জুলাই ২০১৫ সকাল ০৫:১৮
জ্ঞানের কথা লিখেছেন : ওরা অন্ধ ভক্ত। অন্ধ ভক্তি যেখানে দলিলের শেষ সেখানে।
331236
২৩ জুলাই ২০১৫ সকাল ০৯:১৭
হতভাগা লিখেছেন : উনার মজলিশে মুরিদদের প্যান্ডেলের বাঁশ বেয়ে ওঠা নামা করাটা আমার কাছে ডেমি মুর অভিনীত হলিউডি ছবি Streap tease এ সে ও তার সহকর্মীরা বারে লোহার রড ধরে খদ্দেরদের আকৃষ্ট করে যেভাবে নাচানাচি করতো সেরকমই মনে হয় ।
331239
২৩ জুলাই ২০১৫ সকাল ০৯:৩৭
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার উল্লেখিত বইটি কিভাবে পেতে পারি?
২৩ জুলাই ২০১৫ সকাল ০৯:৫৬
273486
নেহায়েৎ লিখেছেন : বইটা আমার কাছে পিডিএফ আছে। এইবইগুলো মুসলিমদের না পড়াই ভাল। ঈমান বিধ্বংসী অনেক কথা আছে এই বইতে।
331242
২৩ জুলাই ২০১৫ সকাল ০৯:৫৭
নেহায়েৎ লিখেছেন : তাদের ভেদে মারেফত বইটা মারাত্বক। এগুলো নিয়ে আলোচনা না করাই ভাল।
২৩ জুলাই ২০১৫ সকাল ১১:৫১
273493
চিরবিদ্রোহী লিখেছেন : শুরুটাতো নিজেই করলেন
331253
২৩ জুলাই ২০১৫ দুপুর ১২:০২
আবু জান্নাত লিখেছেন : আল্লাহু আ'লাম।
331304
২৩ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
331309
২৩ জুলাই ২০১৫ রাত ০৮:১১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : তথাকথিত পীরদের সম্পর্কে সতর্ক হওয়ার সময় এসেছে.. ধন্যবাদ।
331346
২৪ জুলাই ২০১৫ সকাল ০৭:৫২
সাইফুল ইসলাম গাজী লিখেছেন : সবাইকে ধন্যবাদ সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File