ক্যামেরা লেন্সকে অস্ত্র ভেবেছিলো শিশুটি

লিখেছেন লিখেছেন সাইফুল ইসলাম গাজী ০৫ এপ্রিল, ২০১৫, ০৪:৪৭:৩৩ বিকাল





হৃদয় তোলপাড় করা এ ছবিটি আসলে ইন্টারনেটেরই হৃদয় বিদীর্ণ করার মতো একটি ছবি যেটি দেখলে যে কারোরই প্রচণ্ড কষ্ট হবে ছোট এ শিশুটির জন্য।

যুদ্ধবিদ্ধস্ত সিরিয়ার একটি শরনার্থী শিবিরে তোলা একটি শিশুর ছবি হাজার হাজার বার শেয়ার হয়েছে অনলাইনে, প্রথমবার টুইটারে পোস্ট হওয়ার পর টুইট হয়েছে এগার হাজার বারের বেশি। ছবিটিতে দেখা যাচ্ছে শিশুটি দুহাত উপরে তুলে ভীতিকর দৃষ্টিতে তাকিয়ে আছে যা দেখে মনে হয় সে দাঁড়িয়ে আছে গান পয়েন্টে বা অস্ত্রের মুখে। হৃদয় তোলপাড় করা এ ছবিটি আসলে ইন্টারনেটেরই হৃদয় বিদীর্ণ করার মতো একটি ছবি যেটি দেখলে যে কারোরই প্রচণ্ড কষ্ট হবে ছোট এ শিশুটির জন্য।

এখন তানজানিয়ায় কাজ করছেন ওসমান সাগিরলি। তিনিই ছবিটির উৎস সম্পর্কে নিশ্চিত করেছেন। তিনি জানান ওই শিশুটি একটি মেয়ে। চার বছরের ওই শিশুটির নাম হুদিয়া। ছবিটি তোলা হয়েছিলো গত বছর ডিসেম্বরে সিরিয়ার আতমেহ এলাকার একটি শরণার্থী শিবিরে। ওই শিবিরে শিশুটি গিয়েছিলো তার মা আর দু সহোদরের সাথে। এটা সিরিয়ার হামা এলাকায় তাদের বাড়ি থেকে অন্তত ১৫০ কিলোমিটার এবং তুর্কি সীমান্তের ১০ কিলোমিটার দুরে।

বিষয়: বিবিধ

১১৪৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313073
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এরকম মজলুম শিশুর অভাব নেই এই দুনিয়ায় ,আল্লাহ শিশুদের মনে অনেক সাহস সৃষ্টি করেন। ধন্যবাদ বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য।
313078
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৫
আবু জান্নাত লিখেছেন : জ্বি ভাইয়া, খবরটি পত্রিকায়ও পড়েছি, তবে সূত্রছাড়া শেয়ার করার জন্য ধন্যবাদ।
313142
০৫ এপ্রিল ২০১৫ রাত ১০:০৩
হতভাগা লিখেছেন : স্বার্থ মানুষকে পশুর চেয়েও নিচে নামিয়ে দেয় ।

313153
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:০৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : বুঝলাম, কিন্তু কি বুঝাতে চাইলেন সেটাতো লিখে বুঝাতে হবে না কি ভাই আমার!

পত্রিকা থেকে সরাসরি কোট না করে পত্রিকার খবরটকিকে বিশ্লেষণ করে সূত্রসহ পোস্ট করার পরামর্শ রইল।
313205
০৬ এপ্রিল ২০১৫ সকাল ০৫:২৭
কাহাফ লিখেছেন :
আল্লাহ সকল মজলুমানদের হেফাযত করুন!আমিন!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File