*_**_**_* সম্পর্ক ও তর্ক*_**_**_*
লিখেছেন লিখেছেন সাইফুল ইসলাম গাজী ০৫ নভেম্বর, ২০১৪, ০১:০৭:৩৫ রাত
যারা নিজেদের সম্পর্ক ভেঙ্গেচুরে হলেও তর্কে জিততে চায় তারাই সবচাইতে বোকা ও অপরিণত মানুষ।
যারা তর্কে হেরে হলেও নিজেদের সম্পর্ককে উপরে তুলে রাখে তারাই বুদ্ধিসম্পন্ন ও পরিণত মানুষ।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের এমন জীবনসঙ্গী/জীবনসঙ্গিনী দান করুন যারা আমাদের চোখের জন্য শীতলতাকারী হবে, আমাদের প্রশান্তি আনয়নকারী হবে। আমিন।
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যারা তর্কে হেরে হলেও নিজেদের সম্পর্ককে উপরে তুলে রাখে তারাই বুদ্ধিসম্পন্ন ও পরিণত মানুষ। - খুব ভালো লাগলো কথাগুলো। সহমত আপনার সাথে।
যারা এখনো এমন জীবনসঙ্গিনী পান নাই, তাদের জন্য আপনার দোয়ায় আমীন।
জাজাকাল্লাহু খাইর।
কপালে নাই মনে হয়।
মন্তব্য করতে লগইন করুন