*_**_**_* সম্পর্ক ও তর্ক*_**_**_*

লিখেছেন লিখেছেন সাইফুল ইসলাম গাজী ০৫ নভেম্বর, ২০১৪, ০১:০৭:৩৫ রাত



যারা নিজেদের সম্পর্ক ভেঙ্গেচুরে হলেও তর্কে জিততে চায় তারাই সবচাইতে বোকা ও অপরিণত মানুষ।

যারা তর্কে হেরে হলেও নিজেদের সম্পর্ককে উপরে তুলে রাখে তারাই বুদ্ধিসম্পন্ন ও পরিণত মানুষ।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের এমন জীবনসঙ্গী/জীবনসঙ্গিনী দান করুন যারা আমাদের চোখের জন্য শীতলতাকারী হবে, আমাদের প্রশান্তি আনয়নকারী হবে। আমিন।

বিষয়: বিবিধ

১০১৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281344
০৫ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৩৪
মামুন লিখেছেন : যারা নিজেদের সম্পর্ক ভেঙ্গেচুরে হলেও তর্কে জিততে চায় তারাই সবচাইতে বোকা ও অপরিণত মানুষ।

যারা তর্কে হেরে হলেও নিজেদের সম্পর্ককে উপরে তুলে রাখে তারাই বুদ্ধিসম্পন্ন ও পরিণত মানুষ।
- খুব ভালো লাগলো কথাগুলো। সহমত আপনার সাথে।

যারা এখনো এমন জীবনসঙ্গিনী পান নাই, তাদের জন্য আপনার দোয়ায় আমীন।

জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Bee Bee
281366
০৫ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৪৭
নিরবে লিখেছেন : সবার সাথে সম্পর্কের ক্ষেত্রেই এটা মনে রাখা উচিত।এখন দেখি যারা ইসলামী স্কলার তারা একজন আরেকজনকে সম্মান করে না। এদের সম্পর্ক খুবই খারাপ।নিজেকে ঠিক মনে করে প্রত্যেকে। এর সমাধান কি?
281367
০৫ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৫০
মোস্তফা সোহলে লিখেছেন : সম্পর্ক মানেই যে সুখ তা নয় কিছু কিছু সম্পর্ক মনের যত অসুখেরও কারন হয়
281401
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের এমন জীবনসঙ্গী/জীবনসঙ্গিনী দান করুন যারা আমাদের চোখের জন্য শীতলতাকারী হবে, আমাদের প্রশান্তি আনয়নকারী হবে। আমিন।

কপালে নাই মনে হয়। Broken Heart Broken Heart
281427
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০৪
এস এম আবু নাছের লিখেছেন : মাশাআল্লাহ!
281497
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫১
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খায়ের ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File