~যশোরে ভাইকে বেঁধে বোনকে গণধর্ষণ~

লিখেছেন লিখেছেন সাইফুল ইসলাম গাজী ২৩ অক্টোবর, ২০১৪, ০২:৫৯:১২ রাত



যশোরের শার্শায় ভাইকে বেঁধে বোনকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে নভারণ-সাতক্ষীরা সড়কের কুচেমোড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে আজ বুধবার সন্ধ্যায় স্থানীয় কুচেমোড়া গ্রামের যুবলীগ ক্যাডার হাতকাটা রাজুসহ তার গ্রুপের ৫ জনকে আসামি করে শার্শা থানায় ভিকটিমের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে নাভারণ বাজার থেকে শরিফুল ইসলাম তার কলেজ পড়–য়া বোনকে নিয়ে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। নাভারণ-সাতক্ষীরা সড়কের কুচেমোড়া নামক স্থানে পৌঁছালে একদল যুবক তাদের গতি রোধ করে। যুবকদের বাধার মুখে শরিফুল মোটর সাইকেলটি থামিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তার আগেই ওই দুর্বৃত্তরা শরিফুলকে বেধড়ক মারপিট করে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এসময় ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে দুর্বৃত্তদের কুনজর পড়ে ওই কলেজ ছাত্রীর ওপর। তারা ভাই শরিফুলকে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে পিটমোড়া দিয়ে বেঁধে তার সামনেই বোনের ওপর পাশবিক নির্যাতন চালায়। ৫ যুবকের পালাক্রমে নির্যাতনে কলেজ ছাত্রীটি জ্ঞান হারিয়ে ফেলেন। আজ বুধবার ভোরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ভাই-বোনকে উদ্ধার করে স্থানীয় বাঁগআচড়া সাতমাইল এলাকার জোহরা ক্লিনিকে ভর্তি করেন। খবর পেয়ে শার্শা থানার এএসআই আশিকুজ্জামান ওই ক্লিনিকে যান। তিনি ঘটনা শোনার পর প্রাথমিক চিকিৎসা শেষে ভাই বোনকে শার্শায় নিয়ে যান এবং দুপুরের পর ওই কলেজ ছাত্রী ও তার ভাইকে ফের নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গণধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রী জানান, তিনি হাতকাটা রাজুকে চিনতে পেরেছেন। রাজু যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান কুচেমোড়া গ্রামের বাসিন্দা আকবার আলী ও বিশে মন্ডল।

বিষয়: বিবিধ

১২০৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277234
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৪:১৭
তহুরা লিখেছেন :
277251
২৩ অক্টোবর ২০১৪ সকাল ০৬:২২
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : শরীফুল মেয়েটির আপন ভাই না মামাত ভাই, তারা নাকি রাতে মোটর সাইকেলে চড়ে খালা বাড়ী যাচ্ছিলেন। কেঁচো খুড়তে সাপ বের হয়ে যেতে পারে। এমনি এমনি লোকজন একটি মেয়েকে রাস্তায় ধর্ষন করে?
277313
২৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:২১
অনেক পথ বাকি লিখেছেন : এটা ন্যাক্কারজনক ঘটনা। আমি তীব্র নিন্দা জানাই
277328
২৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:৪২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধিক্কার জানাই
278670
২৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৪
ফখরুল লিখেছেন : ধিক্কার দেবার ভাষা নাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File