যার কষ্ট তুমি কখনোই সহ্য করতে পারবে না

লিখেছেন লিখেছেন সাইফুল ইসলাম গাজী ১৫ অক্টোবর, ২০১৪, ০৩:২২:৫৩ রাত

আপন ভেবে কাউকে

মনের সব কথা বলো না------

এমন এক সময় আসবে------

সে তোমাকে তোমারই

কথা দিয়ে আঘাত করবে-----------

-------- যার কষ্ট তুমি কখনোই সহ্য

করতে পারবে না----------!!

প্রতিটি মানুষের মনেই একটি

সপ্ন থাকে,

হোক এই সপ্নটা একেক মানুষের

একেক রকম।

আর যখন এই সপ্নটা কারো মন

থেকে হারিয়ে যায়,

তখন দুঃখ নামের কালো মেঘ তার

মনে জমতে থাকে------------

বিষয়: বিবিধ

১২৯৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274508
১৫ অক্টোবর ২০১৪ রাত ০৩:৫২
কাহাফ লিখেছেন :
আশা ও স্বপ্নের সিড়ি বেয়ে মানুষের পথ চলা।
এই সিড়ি যখন শেষ হয়ে যায় তখন ই মানুষের জীবনাবসান ঘটে।
তাই আশা ও স্বপ্ন কে মায়ায় আগলিয়ে রাখতে হবে যেন তা অনেক কাল নিজের কাছেই থাকে!
সুন্দর কাব্যিকতার ছোয়া দেয়ায় অনেক ধন্যবাদ........।
274534
১৫ অক্টোবর ২০১৪ সকাল ০৭:১৪
কাঁচের বালি লিখেছেন : হোক এই সপ্নটা একেক মানুষের

একেক রকম।

আর যখন এই সপ্নটা কারো মন

থেকে হারিয়ে যায়,

তখন দুঃখ নামের কালো মেঘ তার

মনে জমতে থাকে------------ভালো লেগেছে
274536
১৫ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৪৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমার বিশ্বাস..... সবাই এরকম নিজের আপন প্রিয়জনটাকে এভাবে কষ্ট দেয় না। কিছু কিছু মানুষ আছে নিজের ক্ষতি হলেও অন্য জনের মনে কষ্ট পাবে এমন আচরন করা থেকে দূরে থাকে।

আল্লাহ্ যেন-
আমাদের কথা/কাজ/ আচরনদ্বারা অন্য কারও যেন কোন ধরনের ক্ষতি, মনের কষ্ট না হয় সেই ঈমানে বলীয়ান হওয়ার তৌফিক দান করুন।
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৬
218600
ইক্লিপ্স লিখেছেন : বাহ আপনার মন্তব্যে মুগ্ধ হলাম! কিন্তু ক'জন আপনার মত এত মহান বলুন? আজকালকার সমাজে বেশির ভাগ মানুষ নিজের মনে অসদ ইচ্ছার জন্য অন্যকে কষ্ট দিতে বিন্দুমাত্র দ্বিধা করে না। অন্যায়গুলো করার আগে একবার ভাবেও না! অবশ্য আপনি এখানে ''প্রিয়জন'' বলে দিয়েছেন। তাই যাদের সাথে ওরা এমন করে তাদের হয়ত ''প্রিয়জন'' ভাবে না। Happy Happy Happy

যা হোক আমার মতামত হল কিছু কষ্ট হল মানুষের দুর্বলতা। এসব শেয়ার না করাই ভালো। হযরত আলী(রাঃ)ও তাই বলেছেন। আজ যে বন্ধু কাল সে শত্রু হয়ে যায়। ধন্যবাদ।
274541
১৫ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৯
বুড়া মিয়া লিখেছেন : একটা প্রবাদ শুনেছিলাম অনেকটা এমনঃ

দুষ্ট লোকের মিষ্ট কথা
ঘনাইয়া আইসা বসে
কথা দিয়া, কথা নিয়া
প্রাণে মারে শেষে!

কেনোই যেন এর পরেও অনেক কিছু বের হয়ে যায়, আল্লাহ মালুম!
274543
১৫ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৫৮
সায়েম আহমেদ লিখেছেন : ভালো লাগলো
274572
১৫ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


যথার্থ বলেছেন, সহমত

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
274607
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৪
ইক্লিপ্স লিখেছেন : মানুষের দুঃখের কথা নিজের মাঝে চেপে যাওয়াই শ্রেয় বলে মনে করি। পৃথিবীতে কেউ কারো দুঃখ বোঝে না। আর বন্ধু যখন তখন শত্রু হয়ে যায়। তাই মনের একান্ত কথাগুলো অন্যকারো কাছে নিরাপদ না।
১৫ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৫
218558
ইক্লিপ্স লিখেছেন : সুন্দর কবিতা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File