অসংঙ্গায়িত সম্পর্ক

লিখেছেন লিখেছেন অতৃপ্ত স্বপ্ন ২৩ অক্টোবর, ২০১৪, ০২:৩৭:১৪ দুপুর

যে কোন সম্পর্কেরই একটা আলাদা নাম

আছে ৷ ছেলে মেয়ের ভালবাসার নাম

প্রেম ৷ এতে মন দেয়া নেয়ার ব্যাপার

থাকে, শারীরিক সম্পর্কের ব্যাপার

থাকে ৷ অনেক স্বার্থের বিষয়ও যুক্ত

থাকে সেটা কেউ স্বীকার করুক আর নাই

করুক ৷

একটা ছেলে একটা মেয়ের

সাথে বন্ধুত্বের সম্পর্কও থাকতে পারে ৷

যেখানে শেয়ারিং এর বিষয়

থাকতে পারে, নিঃস্বার্থ ও

থাকতে পারে আবার

ছোটখাটো স্বার্থের বিষয়ও

থাকতে পারে ৷ অনেকটা ভাই বোনের

সম্পর্কের মতো ৷

কিন্তু এমন অনেক সম্পর্ক

থাকে যেগুলো না প্রেম না বন্ধুত্ব ৷

লোকে বাইরে থেকে দেখে প্রেম

মনে করে ৷কিন্তু আসলে প্রেম না ৷

আবার ঠিক বন্ধুও না ৷ more than friendship less

than love(প্রেম) এরকমও বলা চলে আবার

এরকম নাও হতে পারে ৷ এই সম্পর্কটার

কোন নাম নেই ৷ কোন স্বার্থও নেই ৷

শারীরিক কোন আকর্ষনও এটার

সাথে যুক্ত না ৷ দু'জন এখানে দুজনের

প্রতি বিরাট ভাবে নির্ভরশীল ৷ খুবই

বিশ্বাসযোগ্য ৷ হতে পারে তারা দুজন

ছেলে-মেয়ে বা মেয়ে-মেয়ে,

কিংবা ছেলে-ছেলেও হতে পারে ৷

এধরনের সম্পর্কের কোন নির্দিষ্ট নাম

না থাকায় এটাকে "অসংঙ্গায়িত

সম্পর্ক" বলে বিবেচনা করা যায় ৷

প্রত্যেকের জীবনের কোন না কোন সময়

এরুপ অসংঙ্গায়িত সম্পর্কের

দেখা মিলে ৷ সেটা যত অল্প সময়ের

জন্যই হয়ে থাকুক না কেন ৷

বিষয়: বিবিধ

১০৬৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277391
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৭
মামুন লিখেছেন : লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Rose
277394
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হয় মাঝে মাঝে তবে সবার না।
277401
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০০
অতৃপ্ত স্বপ্ন লিখেছেন : হতে পারে Happy
277406
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
277412
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৩
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
277449
২৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৩
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
277506
২৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
অতৃপ্ত স্বপ্ন লিখেছেন : স্বাগতম Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File