রোদ্দুর চাই না .

লিখেছেন লিখেছেন অতৃপ্ত স্বপ্ন ১৫ অক্টোবর, ২০১৪, ১২:২৮:১৫ রাত

রোদ্দুর তুই ফিরে যা

যখন আমার চোখ কঁচলানো শুভ্র সকাল

হবে,

তখন ভোরের কাঁচামিঠা রোদ

হয়ে আসিস ৷

রোদ্দুর তুই ফিরে যা

যখন এক ছাতার নিচে হাঁটবো দুজন,

তখন আসিস অগ্নিরূপে ৷

রোদ্দুর তুই ফিরে যা

যখন পড়ন্ত বিকেল হবে ভাসিয়ে দিস,

কমলা রঙের নরম আলোয় ৷

রোদ্দুর তুই ফিরে যা

এখন আমি রাত্রির গুহায়,

জোনাকির আশায় দু'চোখের পাতা এক

করি না ৷৷

বিষয়: সাহিত্য

৮৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File