ছোট্ট একটি সত্য ঘটনা

লিখেছেন লিখেছেন মুহাম্মাদ মিজান ১৮ অক্টোবর, ২০১৪, ০৮:২০:৫২ সকাল

এক বার এক সাহাবী রাসুলুল্লাহর সাঃ কাছে এসে বল্লেন ইয়া রাসুলুল্লাহ আমার পেট খারাপ হয়েছে তো আমি কি করবো।

রাসুলুল্লাহ সাঃ বল্লেন মধু খাও,তিনি মধু খাইলেন,পেট ব্যাথা বেড়ে গেলো।

তিনি এসে বল্লেন ইয়া রাসুলুল্লাহ ব্যাথাতো বেড়ে গেলো।

রাসুলুল্লাহ সাঃ বল্লেন আবার খাও,তিনি আবার খাইলেন ব্যাথা আরো বেড়ে গেলো।

বল্লেন ইয়া রাসুলুল্লাহ এবার আরো বেড়ে গেছে।কি করবো।

রাসুলুল্লাহ সাঃ বল্লেন আবারও মধু খাও,তিনি তৃতীয় বার মধু খাইলেন,এবারও কোনো কাজ হলো না।বরং ব্যাথাটা আরো বেড়ে গেলো।

রাসুলুল্লাহ সাঃ বল্লেন আল্লাহর কিতাব বলছে মধু হলইলো "শিফা" মানে রোগের প্রতিষেধক। অবশ্যই আল্লহর কিতাব সত্য।

এই কথা শুনে সাহাবী আবার মধু খাইলেন।দেখা গেলো চতুর্থ বার খাওয়ার পরে তার পেট ব্যাথা একদম ভালো হয়ে গেছে।

সুবাহানাল্লাহ।

বিষয়: বিবিধ

১০৪৭ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275500
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৮:২২
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
275505
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৩৬
নিরবে লিখেছেন : রেফারেন্স কই ভাই???????????
এটা কোন কিতাবে আছে??
275516
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৫২
মুহাম্মাদ মিজান লিখেছেন : এটা কোনো এখতেলাফি মাসলা না,তাই এর জন্য রেফারেন্স গুরুত্বপূর্ণ না।
275533
১৮ অক্টোবর ২০১৪ সকাল ১০:০০
দিশারি লিখেছেন : সুন্দর হয়েছে তবে রেফারেন্স দিতে পারলে আরো ভাল হয়।
275541
১৮ অক্টোবর ২০১৪ সকাল ১০:১৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সুন্দর লিখেছেন! তবে কোরআন ও হাদীসের দলিল সহকারে দেন খুব ভাল হবে!
275556
১৮ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৩
ফেরারী মন লিখেছেন : মধু উপকারি দ্রব্য সেটাকে কোনো সন্দেহ নেই তবে দলিল সহকারে দিলে আমাদের সেটা বিশ্বাস হতে সহজ হবে। ধন্যবাদ
275599
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১৯
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো । ধন্যবাদ
275629
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩২
আফরা লিখেছেন : মধুও কালোজিরা অনেক উপকারি এটা রাসুল (সাঃ) বলেছেন । আমি হাদীসে পেয়েছি ।

ধন্যবাদ আপনাকে ।
275659
১৮ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩২
মুহাম্মাদ মিজান লিখেছেন : আমি এটা লিখেছি একজন মুফতীর বক্তব্য শুনে,যেটা ইউটিউবে আছে।তাই রেফারেন্স দিতে পারলাম না।সবাইকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File