obujh valobasa

লিখেছেন লিখেছেন মহাপুরুষ ১১ অক্টোবর, ২০১৪, ১১:৪৭:২৪ রাত

অনেক গুলো দিন ই তো কেটে গেলো,কই শিউলি তলায় তো আর ফুল ঝরে পরে না।এখন আর ওইখানে কেউ গিয়ে গীটার হাতে বসে না,গাছের পাতা গুলো কিরকম রংহীন হয়ে পরে রয়েছে।এখন আর ওইখানে বসে বসে কেউ কারো জন্য অপেক্ষা করে না।

নীলের সাথে মাহীর সম্পর্ক প্রায় ৩ বছরের।তারা প্রায় সবসময় এই শিউলি তলায় এসে একজন আরেক জনের জন্য অপেক্ষার প্রহর গুনতো।এই তিন বছরে তারা একে অপরেক খুব কাছে চলে গিয়েছিল।মাহী নীলকে ফোন করলো,নীল ফোন রিসিব করতে না করতে মাহী কান্না শুরু করলো আমি বলতে লাগলো…কই তুমি?কয়েক দিন ধরে ফোন ধরছ না দেখাও করছ না,কি দোষ আমার,শুধু তো কষ্ট দিতেই জানো,তুমায় ভালবাসা কি আমার অপরাধ,সবসময় তো আমার দোষ ই তুমার চোখে ধরা পরে কিন্তু তুমার করা দোষ গুল তো একবার স্বীকার করো না।তুমাই আমার উপর রাগ করে ফোন বন্ধ করে রাখতে পারো,রাগ করে তিনটার বেশী সিগারেট খেতে পারো,খুব তো বউ বউ ডাকো আর বউ এর উপর রাগ করেই বউ কে দেয়া সব কথা ভুলে যাও,আমার কথা কী এক বারো মনে পরে না তুমার?আর আমি তুমার উপর রাগ করে একটু হাত কেটে ফেলায় ই আমার সব চেয়ে বড় ভুল…তাই না।রাগ করে কথা বলবা না বেশী বেশী সিগারেট খাবা।এইটা কি ধরনের বিহেব ? ভালবাসছ যখন এখন সারাজীবন আমার কে বুকের ভেতর পিন দিয়ে আটকিয়ে দাও কারন আমি তুমাকে ছাড়া আমার এক মুহূর্তও চিন্তাই করতে পারি না।নীল এতক্ষনে মুখ খুলল…ফু..…..… যাক এই নিয়ে ১২ টা সিগারেট শেষ করলাম…হ্যা মাহী…কি জেন বল ছিলে ?এই কথা শুনে মাহী রাগে যন্ত্রনা ফোন কেটে বন্ধকে রেখে দিলো।

বিষয়: বিবিধ

১০৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File