প্রধানমন্ত্রী হাসিনা তার&দল আওয়ামীলীগ এর বেশি বেশি ইসলাম পালনের নমুনা :-

লিখেছেন লিখেছেন Eraj ১৪ অক্টোবর, ২০১৪, ০৩:৫৬:৪৭ দুপুর

মাননীয় প্রধানমন্ত্রীই এক ব্রিফিং এ বলছেন আওয়ামীলীগ নাকি সবচেয়ে বেশি ইসলাম ধর্ম পালন করে। নিছে তার কিছু নমুনা দিলাম:-

>১৯৯৬ এর নির্বাচনের পূর্বমুহূর্তে ফুল হাতা ব্লাউস&মাথায় পট্টি লাগিয়ে তিনি ধার্মিক মহিলা সেজেছিলেন।

>তিনি টেলিভিশন এর সামনে আসবেন না বলেছেন,কারণ আসলে পর্দা লংগন হয় ।

নির্বাচনে জয়লাভ করার পর উনার এইসব ভন্ডামি কই চলে গেছিল ।

আর এই হাসিনার আমলে তার&দলের বেশি বেশি ইসলাম পালনের কিছু নমুনা তুলে ধরলাম।

>বাংলাদেশে ইসলাম বিদ্বেষী নাস্তিকদের মুল উস্কানিদাতা তিনি & তার দল,ব্লগার রাজিবকে তো জাতীয় বীর &শহীদ উপাধি দিয়েছিল।

>জঙ্গিবাদ দমনের নাম এ তিনি হেফাজত ইসলামের সমাবেশের

উপর বর্বরোচিত হামলা চালিয়েছিল ।

>শেখ হাসিনার মতে এ দেশে যখন মা দূর্গা আগমন করে তখন নাকি এ দেশে ফসল বৃদ্ধি পায়।

>সৈয়দ নজরুল ইসলাম বলেছেন : আমি হিন্দুও নই ,মুসলমানও নই।

>সমাজকল্যাণ মন্ত্রী (কাইল্যা মহসিন) পতিতা বৃত্তি উচ্ছেদকারী আলেমদের শিরশ্ছেদের হুমকি দিয়েছিলেন।

> লতিফ সিদ্দীকির কথা তো সবাই জানেন।

এ যদি ইসলাম পালনের নমুনা হয় আমরা সাধারণ মুসলমানরা তাহলে কি বসে বসে মুড়ি খাই ।

বিষয়: রাজনীতি

১০৫৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274284
১৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৬
ইবনে আহমাদ লিখেছেন : রাগ করছেন কেন? তিনি তো তাহাজ্জুদ পড়েন।
হজ্জ করেন।ওমরা করেন। আবার আজমীরীতে যান। আর ও কত কিছু করেন।
274327
১৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩০
Eraj লিখেছেন : Lok dekhano shob, munafik ekta
274350
১৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

Big Hug Rose Thumbs Up
আপনি খুব ভাগ্যবান দেখা যায়- Day Dreaming Good Luck

রহস্যটা বলবেন কি- Winking
অন্যদেরও কাজে লাগতে পারে Thinking?


Erajকে প্রিয়তে রাখুন
Erajকে ব্লক করুন

ব্লগ পরিসংখ্যান
পোস্ট লিখেছেনঃ ১ টি
মন্তব্য করেছেনঃ ১ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ০ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ৪২ বার
ব্লগে আছেনঃ ৫ দিন


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
274383
১৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
ফেরারী মন লিখেছেন : দেশে ইসলাম প্রচারক দল আওয়ামী লীগ। কেউ বিলিভ ইট অর নট।
274387
১৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File