গাঁয়ে যাবো -সায়েম আহমেদ
লিখেছেন লিখেছেন সায়েম আহমেদ ০৬ নভেম্বর, ২০১৪, ০৬:২৫:২৬ সন্ধ্যা
শীতের ভোরে মাঝির সুরে ভাটিয়ালির গানে
স্বপ্নমুখর বাকা পথের গ্রাম আমারে টানে
ধানের ক্ষেতে রৌদ্রস্নানের রঙ্গিন আশা প্রাণে
মিষ্টি হাওয়ায় ঢেউখেলানো শব্দ বাজে কানে।
আগুনতাপে রাত কাটানো ঝিঝি পোকার সুরে
জন সুখের মিলন মেলায় কষ্ট তাপে পুড়ে
জ্যোৎস্না আসে সুখ বিলাতে চাঁদটা বসে দূরে
শেয়াল ডাকে সারি বেধে মনটা কেমন করে।
উঠোন পারে ফুর্তি করে নকশী কাথার আজ
মা-বোনেরা যাচ্ছে বুনে ভিন্ন ফুলের সাজ
পাশের মাঠে চলছে খেলা, তারও আরো পাশে
খেজুর গাছে কলসী বাধা পূর্ণ তাতে রসে।
পাখিরডাকে মুখরিত এ চারপাশে মুগ্ধতা
বৃষ্টি এলে টিনের চালে কাটে সব মৌনতা
যাচ্ছে কেটে চাইনা তবো যাক চলে এই বেলা
ভরদুপুরে চাষার জালে রুইকাতলার খেলা।
হিমেল হাওয়া ক্লান্তি ভুলা মুগ্ধ নদীর বাঁকে
শান্ত ঢেউয়ে পাখিরগানে গ্রাম আমারে ডাকে
গাইছে বাউল হাসে সবুজ শিল্পী বসে আঁকে
আঁকাবাঁকা মেঠোপথের ঐ গ্রাম আমারে ডাকে।
বিষয়: সাহিত্য
১১২২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখনি গ্রামে যেতে ইচ্ছা করছে।
ধানের ক্ষেতে রৌদ্রস্নানের রঙ্গিন আশা প্রাণে
মিষ্টি হাওয়ায় ঢেউখেলানো শব্দ বাজে কানে।
প্রানের টান ...
মন্তব্য করতে লগইন করুন