কার হাতে দেই

লিখেছেন লিখেছেন সায়েম আহমেদ ১৪ অক্টোবর, ২০১৪, ১০:০৬:১০ রাত

কার হাতে আজ কষ্ট মাখা

অশ্রু ঢেলে দেই?

সুখের ক্ষণে সবাই পাশে

দুঃখ ক্ষণে নেই।

কার হাতেতে কুঁড়িয়ে রাখা

স্বপ্নগুলো দেই,

যাকেই দিবো তা তিমিরে সে

চুরি করবেই।

কার কাছে দেই ভালবাসা

কষ্ট দিবে সে-ই,

আজকে না হয় একা থাকি

চারপাশে কেউ নেই।

বিঃদ্রঃ দুজন বন্ধুর অনুরোধে কবিতাটা ৪লাইন থেকে ১২লাইনে নিয়ে আসলাম। ধন্যবাদ আপনাদের ভালবাসার জন্যে।

বিষয়: সাহিত্য

১২৭৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274432
১৪ অক্টোবর ২০১৪ রাত ১০:২৯
ফেরারী মন লিখেছেন : এত ছোট কেনো?
১৪ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৬
218357
সায়েম আহমেদ লিখেছেন : নতুন পেজতো, এখনই বড় লেখা শেয়ার করলে গুরুত্ব কমে যাবে। তাই অল্প থেকে শুরু করলাম।।
১৪ অক্টোবর ২০১৪ রাত ১০:৫০
218361
ফেরারী মন লিখেছেন : ওয়াও গুড আইডিয়া
১৪ অক্টোবর ২০১৪ রাত ১১:০৭
218372
সায়েম আহমেদ লিখেছেন : ধন্যবাদ। পাশে থাকবেন আশা করি, ব্লগে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে ভাল কিছু লেখা উপহার দেয়া। অল্পদিনের মধ্যে ছোটগপ্ল কবিতা সব শেয়ার করব।
১৪ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৬
218390
সায়েম আহমেদ লিখেছেন : কবিতাটা ইডিট করা হইছে, আবার পড়েন।
১৪ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৭
218396
ফেরারী মন লিখেছেন : হুম পড়লাম। লেখার হাত ভালো আছে আপনার। লিখতে থাকুন
১৫ অক্টোবর ২০১৪ রাত ১২:১২
218411
সায়েম আহমেদ লিখেছেন : ধন্যবাদ। একটা গল্প শেয়ার করব কাল। পড়ার অগ্রীম নিমন্ত্রন রইল।
274453
১৪ অক্টোবর ২০১৪ রাত ১১:১০
দিশারি লিখেছেন : যদি আর একটু বড় হত Thinking Thinking Thinking
১৪ অক্টোবর ২০১৪ রাত ১১:১৬
218375
সায়েম আহমেদ লিখেছেন : আপনার কথা আর ফেলবোনা, তাইলে করতেছি।
১৪ অক্টোবর ২০১৪ রাত ১১:২৪
218380
সায়েম আহমেদ লিখেছেন : ইডিটেড ডান.।।। ;Winking
274461
১৪ অক্টোবর ২০১৪ রাত ১১:৩০
নিরবে লিখেছেন : খুব ভালো লাগলো। Happy>- Happy>- Happy>- Happy>-
১৪ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৮
218383
সায়েম আহমেদ লিখেছেন : ধন্যবাদ। ভাই.।।।
274474
১৫ অক্টোবর ২০১৪ রাত ১২:০৫
দিশারি লিখেছেন : অনেক ধন্যবাদ Oh go On Oh go On
১৫ অক্টোবর ২০১৪ রাত ১২:১১
218410
সায়েম আহমেদ লিখেছেন : আপনাকেও।।
274563
১৫ অক্টোবর ২০১৪ সকাল ১১:৪৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি
১৫ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
218676
সায়েম আহমেদ লিখেছেন : শুকরিয়া ভাই।
299092
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:০০
জোনাকি লিখেছেন : হু সুন্দর!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File