প্রেয়সী।

লিখেছেন লিখেছেন ফকীহে মুজতাহিদ ২২ এপ্রিল, ২০১৫, ০৪:৫৪:৩৭ বিকাল

প্রেয়সী এতো কথা ছিল না

আমার বা তোমার তো কালের

আবর্তনে হারিয়ে যাওয়ার কথা ছিল না;

কেন তুমি কি বলনি আমায়?

তোমাকে হতে হবে অসাধারণ কেও

কেন আমার কি ইচ্ছা ছিল না তোমার

ইচ্ছা পুরণ করার?

তবে কেন হলো এমন?

তুমি তো বলেছিলে আমার প্রেরণা

জোগাবে তুমি,

তবে তুমি কেন নেই?

আমি কি পারব না আমাদের স্বপ্ন

বাস্তবায়ন করতে?

তুমি কি চিনেছ আমায়?

তবে তুমি চিনবে তোমায়................

হয়ত আমি নেই তোমার স্মৃতির পাতায়।।।।।

বিষয়: সাহিত্য

১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File