বাংলা ভাষা
লিখেছেন লিখেছেন ফকীহে মুজতাহিদ ০৭ অক্টোবর, ২০১৪, ০৩:১৮:৩৯ দুপুর
বাংলা ভাষা
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার আপন ভাষা
তোমরা বল ভাই! তোমরা বল ভাই!
কেমনে ছাড়ি বাংলা ভাষা?
কেমনে নিব উর্দু ভাষা?
বাংলাতে মোর ধ্যান,
বাংলাতে মোর জ্ঞান।
বাংলাতে মোর খাওয়া-দাওয়া
বাংলাতে মোর খেলা-ধূলা,
বাংলাতে মোর প্রাণ
বাংলাতে মোর জান।
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার আপন ভাষা
বাংলা হলো শ্রেষ্ঠ ভাষা,
বাংলা আমার প্রাণ-জান
বাংলা আমার ধ্যান-জ্ঞান।
এই ভাষাতে দিবো প্রাণ
উর্দু ভাষায় নয়,
বাংলাতে মোর প্রাণরে ভাই
বাংলাতে মোর জান।
বাংলা আমার প্রাণ-জান
বাংলা আমার ধ্যান-জ্ঞান।
কেমনে ছাড়ি এই ভাষা?
তোমরা বল ভাই! তোমরা বল ভাই!
বিষয়: বিবিধ
১২৭৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন