প্রতীক্ষা
লিখেছেন লিখেছেন মারজানা সালেহ ০৬ অক্টোবর, ২০১৪, ০২:১৪:৩১ দুপুর
পুরোনো দেয়ালের শ্যাওলা ঘষে
লেখা তোমার নাম খুঁজতে গিয়ে
কাটিয়েছি কত সকাল ।
খুব অবেলায় যা গিয়েছিল মুছে,
গুণে নিও প্রহরগুলো
বিধাতার খাতায় লেখা আছে ।
কত লু-হাওয়া দুপুরের কাছে,
স্বল্প-দামে বিকিয়েছি সময়
পথে পথে ফেলে যাওয়া তোমার
পদচিহ্ন আনতে কুড়োয়
খুব অবেলায় যে চলা থেমে গেছে
দেখে নিও সময়ের হিসাব
বিধাতার খাতায় লেখা আছে ।
তালপুকুরের কালো জলে
তোমার অবয়ব আঁকতে বসে
কত বিকেল আমার গড়িয়েছে সন্ধ্যায় ।
ফেরারি...
এই নিরুদ্দেশ কেন
কেন এই অবেলায় সব লেনদেন
গেল চুকে?
শুনে নিও কানপেতে দীর্ঘশ্বাস
বিধাতার কাছে জমা আছে ।
মাটির প্রদীপের হলদে আভা
রাত্রিগুলো আমার চোখে
অহেতুক কত প্রশ্নের জিজ্ঞাসা আঁকতে আঁকতে সকাল হয়...
তুমি কি আর একবারও ফিরে আসবে না
আমার উঠোনের রৌদ্রছায়ায়!
লিপিবদ্ধ বাণীর সংকলন থেকে জেনেছিলাম-
‘বিধাতার কাছে খুব করে চাইলে
যন্ত্রণা দগ্ধ প্রতীক্ষাও জীবন্ত হয়’ ।
বিষয়: সাহিত্য
১০৪০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বল্প-দামে বিকিয়েছি সময়
পথে পথে ফেলে যাওয়া তোমার
পদচিহ্ন আনতে কুড়োয়
আমিও একজনের পদচিহ্ন আনতে ব্যস্ত।
মন্তব্য করতে লগইন করুন