ধর্ম ও বিজ্ঞান নিয়ে কিছু কথা।

লিখেছেন লিখেছেন আক্কাস ০৫ অক্টোবর, ২০১৪, ০৯:৫৮:৪৯ সকাল

বিজ্ঞান ও ধর্ম দুটি ভিন্ন বিষয়। কিন্তু ধর্মের সাথে বিজ্ঞান সংগতিপূর্ণ । উদাহরণ স্বরূপ বিজ্ঞানকে ইসলাম ধর্মের সাথে তুলনা করা যায়। ইসলাম ধর্মের পরিপূর্ণ জীবন বিধান হল আল-কুরআন। কুরআন হলো আল্লাহর বানী যা কেউ কোন দিন খণ্ডন করতে পারবে না। বিজ্ঞান এবং ধর্ম দুটি একই সাথে সাবলীল গতিতে চলে। কিন্তু গোঁড়া বিজ্ঞানী বা বিজ্ঞান মনস্ক মানুষ বিজ্ঞানের অপব্যবহার করছে। তারা বিজ্ঞান দ্বারা ভুল এবং ভ্রান্ত যুক্তির মাধ্যমে ধর্ম মিথ্যে প্রমাণ করতে চায়। এদের ভ্রান্ত যুক্তি না বুঝে অনেকেই খারাপ দিকে চলে যাচ্ছে, অস্বীকার করছে সৃষ্টিকর্তা এবং ধর্মকে।

আমাদের মনে রাখতে হবে সৃষ্টিকর্তা সবার, ধর্ম যার যার। সৃষ্টিকর্তা একজনই। কেউ তাকে ডাকে আল্লাহ, কেও ভগবান কেউ ঈশ্বর। কোন ধর্মই কট্টর ভাবে ধর্ম পালনের কথা বলে না। বরং সুষ্ঠুভাবে ধর্ম পালনের পাশাপাশি অন্যান্য সব ধর্মের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার শিক্ষা দেয়। ধর্ম হচ্ছে একটি জীবন ব্যবস্থা, শৃঙ্খলা। অথচ এই সুন্দর ধর্মকে কিছু মানুষ ভুল প্রমাণিত করতে চায়। কোন কিছুই আপনা-আপনি উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি হয় না। মানুষের জ্ঞানের পরিধি কখনই অতিক্রম যোগ্য নয়। আল্লাহ আমাদের যতটুকু জানার সুযোগ দিয়েছেন তার বেশি কোন কিছুই জানা সম্ভব নয়। তবে হ্যাঁ, মানুষ চেষ্টা করবে অজানাকে জানার জন্য। আমাদের এখনও অনেক কিছু আবিষ্কারের বাকি আছে। তবে বিজ্ঞান যদি সুষ্ঠু ভাবে ব্যবহার করা যায় তাহলে কখনও কোন সমস্যা হবে না। সবার প্রতি অনুরোধ, সবাই যেন এদিকে খেয়াল রাখেন।

বিষয়: বিবিধ

১০৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File