তাসমীমা হোসেন আধ হাত ঢুকালে ভালো করতেন, কিন্তু তিনি ঢুকিয়ে দিয়েছেন আড়াই হাত

লিখেছেন লিখেছেন মু নি র মু হা ম্ম দ ২৫ জানুয়ারি, ২০১৬, ০৯:২৯:৫৮ রাত



মন্ত্রীর স্ত্রী তাসমীমা হোসেনের মন্তব্য নিয়ে খ্যাপাটে মানুষদের বলছি। এখানে আপনাদের তেলেবেগুনে জ্বলে ওঠার কোনও অধিকার নেই। কারণ ইত্তেফাক সম্পাদিকাকে এই মন্তব্যের গ্রাউন্ড কে তৈরি করে দিয়েছে তা একবার কল্পনা করেই দেখুন না! মোক্ষম মৌসুমেই এই মহিলা মোক্ষম মন্তব্যটি করেছেন। আমার মনে হয় শীতের বাকি সময়টুকু এদেশের মানুষ মনে মনে ঠিকই ইত্তেফাক সম্পাদিকার মন্তব্যের সময়োপযোগী দাবী অনুভব করতে থাকবে।

সময় এখন শীত কাল। হুজুর কামায় টাকার দান। জ্বি! কথা সত্য, এই শীতের মৌসুমেই শহর বন্দর ও গ্রামে গঞ্জে মাইলকে মাইল অযথা মাইক বাজিয়ে হুজুর রা ওয়াজ করে প্রচুর টাকা কামান। কয়েক বর্গমাইল এলাকা জুড়ে হুজুরদের গভীর রাত ভর বিকট শব্দের ওয়াজ নিঃসন্দেহে অনেক মানুষের জন্য টর্চার। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা অসুস্থ, ঐ সময়ে যারা নিদ্রারত এবং যারা অধ্যয়নরত তাদের জন্য এসকল ওয়াজ অবশ্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আশে পাসে কেউ ঘুমোলে পবিত্র কুরআনুল কারীম উচ্চ শব্দে তিলাওয়াত করা নিষেধ আছে। সুতরাং এখানে হুজুরদের কেচ্ছা কাহীনি নির্ভর সুরেলা ওয়াজের পক্ষে কোনও সাফাই গাওয়া চলে না।

ব্যস্ত রাস্তার পাশে উচ্চ শব্দে মাইক বাজিয়ে বছরের ৩৬৫ দিন টানা টাকা কালেকশন নিঃসন্দেহে বিরক্তির কারণ এবং শব্দ দূষণ। এটার বিরুদ্ধে সিটি কর্পোরেশন অবশ্যই ব্যবস্থা নেয়ার পূর্ণ এখতিয়ার রাখেন।

মন্ত্রী পত্নী তাসমীমা যেখানে সীমা অতিক্রম করেছেন সেটা হল, আজানের বিপক্ষে বলা। মাত্র পাঁচ মিনিটের জন্য উচ্চ শব্দে পাঁচবার আজান বাজলে কিচ্ছু যায় আসে না। আজান উচ্চ শব্দে দেয়াই নিয়ম। নামাজের উদ্দেশ্যে আজান দেয়ার যে লক্ষ্য সেটার মানেই হল আজান উচ্চ শব্দে দিতে হবে। এই কথা বলেই মূলত মন্ত্রী পত্নী প্রমাণ করেছেন যে তিনি একজন ধর্ম বিদ্বেষী।

মুসলমানের স্বভাব হল আবেগে এবং না বুঝে ভুল ভাল ইসলাম মানবে। সামাজিক কার্টেসি ভঙ্গ করতে করতে সেটাকে একেবারে প্রচলিত কর্তব্য বানিয়ে ফেলবে। আর মুসলিম বিরোধীরা সেগুলোর সুযোগ নিয়ে যখন আধ হাতের স্থলে আড়াই হাত ঢুকিয়ে দেবে। তখন মুসলমানের জ্বলাপোড়ায় আর টেকা যায় না। তাসমীমা হোসেন আধ হাত ঢুকালে ভালো করতেন, কিন্তু তিনি ঢুকিয়ে দিয়েছেন আড়াই হাত। আর সে সুযোগ করে দিয়েছে দ্বীনদার মুসলমানরাই।

বিষয়: বিবিধ

১৬০৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357673
২৫ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৪৫
অপি বাইদান লিখেছেন : সকাল-সন্ধা ভেঁড়ার মত কান ঝালাপালা আজানের দরকার কি। সবার কাছে সেল ফোন আছে, সময়ও জানা আছে।
২৫ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৫২
296755
মু নি র মু হা ম্ম দ লিখেছেন : এটা যেহেতু একটা ধর্ম, এর নিজস্ব কিছু নিয়ম নীতি আছে। সেটা মানার অধিকার এই ধর্মের অনুসারিদের আছে। আপনারা যারা এই ধর্মের বিপক্ষে আছেন তাদের কথামতো যদি এই ধর্মটা চলে তাহলেতো আর এই ধর্ম থাকার কোনো মানেই হয় না। আপনি কি আমার কথামতো নিজের বিশ্বাস ও বিশ্বাসের কর্ম পরিবর্তন করবেন?
২৬ জানুয়ারি ২০১৬ রাত ১২:২২
296767
অপি বাইদান লিখেছেন : দেখুন, ধর্ম যারযার ব্যাক্তিগত বিষয়। আপনি আপনার ধর্ম পালন করবেন, তাতে কারো সমস্যা নেই। কিন্তু আপনি আপনার ধর্ম পালন করতে যেয়ে অন্য আরেক জনকে বিরক্ত করতে পারেন্না। যদি আজান শুনতে হয় তো কানে হেডফোন লাগিয়ে শুনুন, চিৎকার দিয়ে সবাইকে শুনাবেন ক্যান! সমাজের সবাই কিন্তু আপনার ধর্মের অনুশারি নন। সমাজে অমুসলিমরা আছেন, আবার এমন অনেকে আছেন যারা নামে মুসলিম মনে হলেও প্রকৃতপক্ষে ওরা আপনার আল্লা, মোহাম্মদ, নামাজ, আজান..... পছন্দ করে না। আপনি কেন সবাইকে জোর করে আপনাড় আজানের শব্দ দূষন শোনাবেন। এটা হতে পারে না, পারে কি?

ধন্যবাদ।
২৬ জানুয়ারি ২০১৬ রাত ০১:২৩
296768
মু নি র মু হা ম্ম দ লিখেছেন : মেজরিটি যেটা চায় সেটাই হবে, গণতন্ত্র বলে কথা। তাছাড়া আজান ছাড়াও আমাদের দেশে আরও অনেক বিরক্তিকর সাউন্ড পলিউশন হয়। ওসব বাদ দিয়ে বেছে বেছে ধর্মীয় ইস্যুতে বাঁ হাত ঢুকিয়ে দেয়াটা হল পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা। এটা নব্য সাম্প্রদায়ীকতাও বটে।
২৬ জানুয়ারি ২০১৬ রাত ০২:২৩
296772
অপি বাইদান লিখেছেন : দেখুন, গনতান্ত্রিক মেজরিটি মানে মাইনোরটির উপর উৎপাত চাপিয়ে দেয়া না। আপনাকে গনতন্ত্র বুঝতে হবে।

আর মেজরটির কথাই যদি বলেন তাহলে তো ভারত, ইংল্যান্ড...... এসব দেশে মুসলিমদের নামাজ, আজান নিষিদ্ধ করা উচিত। চীন তাদের দেশে ইসলাম নিষিদ্ধ করে সঠিক কাজটিই করেছে। কি, একমত?

ধন্যবাদ আবারো।
২৬ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:২০
296774
শেখের পোলা লিখেছেন : দেখন ভাই, আপনি ভুল জায়গায় ফুল দিচ্ছেন৷ এই বাইদানীরা অনেক গনতন্ত্র বুঝে ফেলেছে৷এরা সংখ্যা লঘিষ্ট হয়ে সংখ্যা গরিষ্ঠদের মসজীদের উঠানে ঢাক ঢোল পিটিয়ে দূর্গা পুজা করতে পারে৷ আজান বন্ধ করে খেলার উদ্বোধন করতে পারে৷ মাদ্রাসা বন্ধ করে পূঁজা পালন করে৷ এই গন তন্ত্রীদের থেকে দূরে থাকুন৷
357696
২৬ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:২২
শেখের পোলা লিখেছেন : স্বাধীনতার চেতনায় অলিখিত এ সব অধিকার ছিল যা রাজাকারেরা বুঝলেও চৌকশ মুক্তিকামীরা সেদিন বোঝেনি৷ তাই পস্তাতেই হবে৷
357712
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:৩৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত, জাযাকাল্লাহ

[অ.ট.:আপনি বাইদানীকে চিনেননা- এটাও আমার কষ্টের কারণ!! ]
Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File