তাসমীমা হোসেন আধ হাত ঢুকালে ভালো করতেন, কিন্তু তিনি ঢুকিয়ে দিয়েছেন আড়াই হাত
লিখেছেন লিখেছেন মু নি র মু হা ম্ম দ ২৫ জানুয়ারি, ২০১৬, ০৯:২৯:৫৮ রাত
মন্ত্রীর স্ত্রী তাসমীমা হোসেনের মন্তব্য নিয়ে খ্যাপাটে মানুষদের বলছি। এখানে আপনাদের তেলেবেগুনে জ্বলে ওঠার কোনও অধিকার নেই। কারণ ইত্তেফাক সম্পাদিকাকে এই মন্তব্যের গ্রাউন্ড কে তৈরি করে দিয়েছে তা একবার কল্পনা করেই দেখুন না! মোক্ষম মৌসুমেই এই মহিলা মোক্ষম মন্তব্যটি করেছেন। আমার মনে হয় শীতের বাকি সময়টুকু এদেশের মানুষ মনে মনে ঠিকই ইত্তেফাক সম্পাদিকার মন্তব্যের সময়োপযোগী দাবী অনুভব করতে থাকবে।
সময় এখন শীত কাল। হুজুর কামায় টাকার দান। জ্বি! কথা সত্য, এই শীতের মৌসুমেই শহর বন্দর ও গ্রামে গঞ্জে মাইলকে মাইল অযথা মাইক বাজিয়ে হুজুর রা ওয়াজ করে প্রচুর টাকা কামান। কয়েক বর্গমাইল এলাকা জুড়ে হুজুরদের গভীর রাত ভর বিকট শব্দের ওয়াজ নিঃসন্দেহে অনেক মানুষের জন্য টর্চার। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা অসুস্থ, ঐ সময়ে যারা নিদ্রারত এবং যারা অধ্যয়নরত তাদের জন্য এসকল ওয়াজ অবশ্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আশে পাসে কেউ ঘুমোলে পবিত্র কুরআনুল কারীম উচ্চ শব্দে তিলাওয়াত করা নিষেধ আছে। সুতরাং এখানে হুজুরদের কেচ্ছা কাহীনি নির্ভর সুরেলা ওয়াজের পক্ষে কোনও সাফাই গাওয়া চলে না।
ব্যস্ত রাস্তার পাশে উচ্চ শব্দে মাইক বাজিয়ে বছরের ৩৬৫ দিন টানা টাকা কালেকশন নিঃসন্দেহে বিরক্তির কারণ এবং শব্দ দূষণ। এটার বিরুদ্ধে সিটি কর্পোরেশন অবশ্যই ব্যবস্থা নেয়ার পূর্ণ এখতিয়ার রাখেন।
মন্ত্রী পত্নী তাসমীমা যেখানে সীমা অতিক্রম করেছেন সেটা হল, আজানের বিপক্ষে বলা। মাত্র পাঁচ মিনিটের জন্য উচ্চ শব্দে পাঁচবার আজান বাজলে কিচ্ছু যায় আসে না। আজান উচ্চ শব্দে দেয়াই নিয়ম। নামাজের উদ্দেশ্যে আজান দেয়ার যে লক্ষ্য সেটার মানেই হল আজান উচ্চ শব্দে দিতে হবে। এই কথা বলেই মূলত মন্ত্রী পত্নী প্রমাণ করেছেন যে তিনি একজন ধর্ম বিদ্বেষী।
মুসলমানের স্বভাব হল আবেগে এবং না বুঝে ভুল ভাল ইসলাম মানবে। সামাজিক কার্টেসি ভঙ্গ করতে করতে সেটাকে একেবারে প্রচলিত কর্তব্য বানিয়ে ফেলবে। আর মুসলিম বিরোধীরা সেগুলোর সুযোগ নিয়ে যখন আধ হাতের স্থলে আড়াই হাত ঢুকিয়ে দেবে। তখন মুসলমানের জ্বলাপোড়ায় আর টেকা যায় না। তাসমীমা হোসেন আধ হাত ঢুকালে ভালো করতেন, কিন্তু তিনি ঢুকিয়ে দিয়েছেন আড়াই হাত। আর সে সুযোগ করে দিয়েছে দ্বীনদার মুসলমানরাই।
বিষয়: বিবিধ
১৫৯৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
আর মেজরটির কথাই যদি বলেন তাহলে তো ভারত, ইংল্যান্ড...... এসব দেশে মুসলিমদের নামাজ, আজান নিষিদ্ধ করা উচিত। চীন তাদের দেশে ইসলাম নিষিদ্ধ করে সঠিক কাজটিই করেছে। কি, একমত?
ধন্যবাদ আবারো।
যথার্থ বলেছেন, সহমত, জাযাকাল্লাহ
[অ.ট.:আপনি বাইদানীকে চিনেননা- এটাও আমার কষ্টের কারণ!! ]
মন্তব্য করতে লগইন করুন