ঢাকার লোকাল বাস ভাড়া বিড়ম্বনা

লিখেছেন লিখেছেন এ আল মাহমুদ ২১ অক্টোবর, ২০১৪, ০৯:৫২:৫৯ রাত

ঢাকার প্রায় প্রতিটি রুটেই বাস ভাড়া আদায় হচ্ছে বাস মালিক বা কন্ট্রাকটারদের ইচ্ছা মর্জি মাফিক, এ ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়ার কোন তোয়াক্কাই করছে না বাস কন্ট্রাকটাররা। এ নিয়ে প্রতিদিনই যাত্রীদের সাথে কন্ট্রাকটারদের ঝগড়া এমনকি মারামারির ও ঘটনা ঘটছে। পোস্তগোলা টু গাজীপুর রুটের ছালছাবিল পরিবহনে প্রায় প্রতিদিনই যাত্রিদের সাথে কন্ট্রাকটারদের ঝগড়া হাতাহাতির ঘটনা ঘটছে। এরা প্রথমে সিটিং সার্ভিস, অর্থাৎ সিটের অতিরিক্ত কোন যাত্রী নিবে না, এমন প্রতিশ্রুতি দিয়ে প্রায় দ্বিগুন ভাড়া বৃদ্ধি করে। কিছু দিন যেতে না যেতেই আগের মত দাড়িয়ে লোক নেয়া শুরু করে। কিন্তু ভাড়া আর কমে না। শুরু হয় যাত্রীদের সাথে ঝগড়া। এদের সাথে পাল্লা দিয়ে একই রুটের তুরাগ ও একই কায়দার প্রতারনার মাধ্যমে ভাড়া বাড়িয়ে দেয়। এছাড়া ঢাকা নারায়নগন্জ রুটের আনন্দ ও বোরাক পরিবহন ও হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দিল।যাত্রীরা প্রতিবাদ করলে বাসে না চরে প্রাইভেট কারে চড়ে যাতায়াতের পরামর্শ দেন কন্ট্রাকটাররা, এভাবে, মতিঝিল টু উত্তরা,ধানমন্ডি,মিরপুর সহ প্রায় সকল রুটের বাসেই চলছে অনিয়ম ও জোর পূর্বক ভাড়া আদায়ের প্রতিযোগিতা।

বিষয়: বিবিধ

৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File