নির্বাক আমি
লিখেছেন লিখেছেন রুপসী বাংলা ০১ মার্চ, ২০১৫, ১১:৩৬:৫৭ সকাল
এই মহিলাটির ব্লাড ক্যানসার, ২ লক্ষ টাকার জন্য তার চিকিৎসা হচ্ছে না বাড়ী রাজশাহী স্বামী মারা গেছে দেখার মতো কেউ নাই ছোট একটি মেয়েকে সাথে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে টাকার জন্য , টাকা ছাড়া কোন ডাক্তার ভর্তি নেয় নাই, সে যখন আমার সামনে আসলো আমি তাকে দেখার পর মুহুর্তে জ্ঞান হারালাম এবং আমাকেই শেষে হাসপাতালে ভর্তি হতে হলো আসলে তাকে দেখে আমি এতোটাই ইমোশনাল হয়ে পড়েছিলাম যে কিছু বলার ভাষা আমার ছিলো না তার মুখ থেকে যেভাবে রক্ত পড়ছে ২ লক্ষ টাকা জমার আগেই হয়তো চলে যাবে না ফেরার দেশে, আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু পেরেছি করেছি তবে আমার সর্বক্ষন মনে হলো আমি একজন নারী হয়ে তার জন্য কিছু করতে পারলাম না কারন আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার কতটুকুই বা ক্ষমতা আছে তবে আক্ষেপ সেই সব মানুষদের প্রতি যারা প্রতিনিয়ত নারী উন্নয়ন নিয়ে মিডিয়া মাতিয়ে ফেলেছে এই আমাদের দেশের মানুষদের অবস্থা এখন কোথায় আছে নারী সংস্থা যারা নারীদের অধিকার নিয়ে অনেক বড় বড় কথা বলেন কোথায় আছে সুশীল সমাজ যারা এসব দেখে ও অন্ধ সেজে থাকেন কোথায় আছেন সেই মহান নেতারা যারা একটু সাহায্য দিয়ে বড় দানবীর সেজে থাকেন জানি এই প্রশ্নগুলোর উত্তর আমি পাবো না, আসলে সবাই নিজের স্বার্থের কথা বড় বেশি ভাবে আমরা সবাই যদি যে যার অবস্থান থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই হয়তো তাদের এতো কষ্ট পেতে হবে না , বন্ধুরা সবাই দোয়া করো তার জন্য সে যেন সুস্থ্য হয়ে যায়।
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিভাবে বুঝলেন যে তার ব্লাড ক্যান্সার ? শাড়িতে লাল রং দেখে ? মানুষের সেন্টিমেন্ট নিয়ে এরা প্রতারনা খেলে ।
টাকা দিলেও এরা চিকিতসা করাবে না , করালে তাদের করুনা বিজনেস বন্ধ হয়ে যাবে যে!
শ্যামলীর জ্যামে (শ্যামলী হতে কল্যানপুরের দিকে যেতে ট্রমা সেন্টারের সামনে , শিশু পার্কের ঠিক বিপরীতে যেই সিগনালটা পড়ে) কখনও পড়েছেন ?
বেশ অনেক দিন আগে দেখলাম যে এক লোক ভিক্ষা করছে । দেখেই যে কেউ বুঝবে যে এরা হিরুন্চি । সেটাও কথা না । ওর মাথার ডান পাশের কানের উপরে এমন অবস্থা ছিল যে মাথার খুলির হাড় ও সেগুলোর জয়েন্টগুলো দেখা যাচ্ছিল !
এমন না যে সে মাত্রই এক্সিডেন্ট করেছে । বোঝাই যায় যে সে এটা দিয়ে ভালই ইমপ্রেসড করতে পেরেছিল সাধারন মানুষদের।
মন্তব্য করতে লগইন করুন