নিজেকে বড় ভেব না

লিখেছেন লিখেছেন রুপসী বাংলা ০৩ জানুয়ারি, ২০১৫, ০৮:১১:১৫ রাত

খুব সহজেই নিজের ভুল

মেনে নেওয়ার মানসিকতা খুব

কম মানুষেরই থাকে। অধিকাংশ

সময় আমরা নিজেদের

কষ্টটাকে বড় করে দেখি,

আমাদের কথায় যে অন্য কেউ কষ্ট

পেতে পারে সেইকথা ভুলে যাই। আমরা কখনই

আগে সরি বলিনা,

ওপাশের মানুষটি কখন

সরি বলবে এই আশায় থাকি।

আমরা খেয়াল করি না যে সেও

আমার মতোই মানুষ, সেও

সরি না বলে অপেক্ষায় আছে। এই দ্বন্দ্বের কারণেই

দূরত্ব সৃষ্টি হয়। যে মানুষ একসময়

হৃদয়ের অনেক কাছে ছিল

সে অনেক দূরে সরে যায়। এই ইটপাথরের জগত অনেক

বেশি স্বার্থপর, আপনজন খুব কম

মিলে এইখানে। নিজেদের ছোট

ছোট কিছু ভুল, নিজেদের ইগোর

কারণে সে মানুষগুলোকেও

আমরা দূরে সরিয়ে দিই। একা হয়ে যাই আমরা।

শুধু একটু প্রচেষ্টা, অন্যের

দিকটা বুঝতে পারার

মানসিকতাই কাছের

মানুষগুলোকে হারিয়ে যেতে দিবে না কখনও।

বিষয়: বিবিধ

১৩৮৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299011
০৩ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩৪
অনেক পথ বাকি লিখেছেন : শুধু ভালো লাগলো জাষ্ট এটুকুই বলবো
299039
০৩ জানুয়ারি ২০১৫ রাত ১১:৪২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাজাকাল্লা খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
299059
০৪ জানুয়ারি ২০১৫ রাত ০২:২০
আফরা লিখেছেন : এক্কেবারে বাস্তব কথা বলেছেন ।
299113
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৩৪
রুপসী বাংলা লিখেছেন : সবাইকে অনেক ধন্যবাদ
299155
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ১১:০৮
হতভাগা লিখেছেন : মেয়েরা কখনও সরি বলে না এবং ভালোবাসার কথা কখনও মুখ ফুটে বলে না
300407
১৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৯
রুপসী বাংলা লিখেছেন : হতভাগা ভাই, মেয়েদের না বলার মাঝে অনেক রহস্য থাকে তাই নিজেকে লুকিয়ে রাখতে হয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File