থার্টি ফার্স্ট নাইট উৎসব অত:পর কিছু কথা
লিখেছেন লিখেছেন রুপসী বাংলা ০১ জানুয়ারি, ২০১৫, ০৭:০১:৩২ সন্ধ্যা
বিদায় হলো ২০১৪ ইং এবং ২০১৫ ইং সালের আগমন, আমরা সবাই চাই নতুন বছরের সুচনা হোক ভালো কিছুর প্রত্যাশা নিয়ে সবার জীবনে নতুন বছরের শুভ কামনা আমরা সবাই চাই অথচ থার্টি ফার্স্ট নাইট উৎসব এর নামে যে অশ্লিলতা আমরা দেখতে পাই তা কি কোন সভ্য সমাজের কাম্য হতে পারে?
থার্টি ফার্স্ট নাইট উৎসব এর জন্য যত টাকা বাজে খরচ হলো এই টাকাগুলো দিয়ে অনায়সে কয়েক হাজার গরিবকে বস্ত্র দান করা যেতো, আমরা যতই চেষ্টা করি আমাদের দেশকে উন্নয়নশীল দেশ হিসাবে গড়ার জন্য লাভ নাই আমাদের চিন্তা চেতনায় বিদেশী সংস্কৃতি, টিভি দেখছি হিন্দি সিরিয়াল, মার্কেটে শপিংএ বিদেশী পন্য খুজি আর মুখে দেশের জন্য ভালোবাসার বুলি আওরিয়ে পেতে চাই সস্তা জনপ্রিয়তা , পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেয়ে খাঁটি বাংগালী বনে যাই বাহ:রে বাংগালী বাহ: এই জন্য বুঝি বুকের তাজা রক্ত দিয়ে এ দেশ করেছি স্বাধীন ? এই লজ্জা কার ? জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন
বিষয়: বিবিধ
১৫২৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন