তাহারেই পড়ে মনে
লিখেছেন লিখেছেন রুপসী বাংলা ২৪ ডিসেম্বর, ২০১৪, ০৩:০৫:৩৩ রাত
আজ তুমি পাশে নেই আছে কিছু স্মৃতি
স্মৃতিগুলো লালন করে ভিজিয়ে রেখেছি আঁখি,
জানি এ অপেক্ষার প্রহর কভু হবে না তো শেষ
সময় যে বয়ে যায় রাতের পরে দিন শেষে
পথ ও চেয়ে আছি বসে ভাবনার রেশ,
ক্লান্তি জড়ানো চোখে স্বপ্নের জাল বুনে ভাবি
এই বুঝি তুমি এলে !! ছুটে যাই দ্বার খুলে ,
হতাশ হয়ে ফিরে আসি, তোমার দেয়া বকুলের মালা
শুকিয়ে গেছে সেই কবে! সযত্মে রেখেছি তুলে
তুমি ফিরে আসবে বলে।
তোমার দেয়া আরো একটা উপহার
ভুলে যাইনি মনে রেখেছি
জানতে চাও কি ? তোমার দেয়া চড়
কিশরি বয়সে তুমি ফুল প্রপোজ করেছিলে
আমি বলেছিলাম এটা দিয়ে কি করবো ?
তুমি উত্তর না দিয়ে, দিয়েছো একটা চড়
তখনই কেটে গেছে অমানিশার ঘোড়,
তুমি চেয়েছিলে আমায় সুখি দেখতে
আজ অনেক সুখি আমি নেই শুধু তুমি
পালিয়ে গেলে দুর আকাশে,
চন্দ্র তারার মাঝে , তোমায় আমি খুজে ফিরি
সকাল দুপর সাঁঝে।
বিষয়: বিবিধ
১৩২০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তখনই কেটে গেছে অমানিশার ঘোড়,
কবিতা সুন্দর হয়েছে!তাহারেই পড়ে মনে বেগম সুফিয়া কামালের অনবদ্য কবিতা! আমার খুবি প্রিয়!
শুকরিয়া আপনাকে
মন্তব্য করতে লগইন করুন