স্বপ্ন
লিখেছেন লিখেছেন রুপসী বাংলা ২৩ ডিসেম্বর, ২০১৪, ০৬:০৪:৪৮ সন্ধ্যা
প্রতিটি মানুষ দেখে জীবনের স্বপ্ন
কেউ দেখে বাড়ী গাড়ি ক্ষমতার স্বপ্ন,
কেউ চায় একটু বস্ত্র ও অন্ন ,
জীবনের প্রয়োজনে তারা ভোগের পণ্য।
কৃষকের স্বপ্ন মাঠ ভরা ফসল
ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চালায় লাঙ্গল,
কিশোরের স্বপ্ন বড় হবার
শপথ নেবে সে দেশ গড়ার।
কেউ চায় মানুষের রক্তে হাত সিক্ত
তাই সে বোমাবাজি সন্ত্রাসিতে লিপ্ত।
আমার স্বপ্ন সে তো শুধুই দু:স্বপ্ন
কষ্টের প্রতিটি পথ পাড়ি দিতে মগ্ন,
সাধারণ মানুষের এটুকু স্বপ্ন
সোনার বাংলা গড়ি
জীবন করি ধন্য।
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন