নারীকে বাঁচতে দাও

লিখেছেন লিখেছেন রুপসী বাংলা ২৩ ডিসেম্বর, ২০১৪, ১২:০৬:৫৫ দুপুর

নারী যখন পৃথিবীতে আসে তখন তাকে বাবা মা অনেক যত্নে লালন পালন করে নিজের রক্ত বিন্দু দিয়ে তিল তিল করে গড়ে তোলা ভালোবাসা দিয়ে তাকে বড় করে অন্য এক অজানা অচেনা মানুষের হাত ধরে সারাজীবনের জন্য বাকি পথটুকু পাড়ি দিতে হয়, কারো কারো জীবন হয়তো সুখের হয় তাদের সংখ্যা খুব বেশি নয় , কোন কোন নারীকে অনেক কষ্টে সংগ্রাম করতে হয় তার সংসারের জন্য, কেউবা সফল হয় আর কেউ বা যৌতুকের মতো অভিশাপের আগুনে নিজেকে শেষ করে দেয়,নারী স্বাধীনতা নিয়ে অনেক বড় বড় সংগঠন তৈরি হয়েছে ঠিক তারা কি পেরেছে নারীকে তার সম্মান ফিরিয়ে দিতে? যদি তাই হয় তবে কেন এখনো নিউজ পেপার খুলে দেখতে হয় স্বামীর হাতে স্ত্রী নিহত? শাশুরী ননদ নির্যাতন করে গৃহবধুকে, আসলে নারীরাই নারীর শত্রু, আমাদের সমাজের নারীরা যখন নারীদের শোষন বন্ধ করবে তখন নারী ফিরে পাবে তার যোগ্য মর্যাদা। এক মাত্র ইসলাম দিতে পারে নারী পুরুষের সঠিক জীবন বিধান (আমি আসলে কাউকে আঘাত করার জন্য কথাগুলো লিখি নাই কারন আমি কোন লেখিকা নই ,নই কোন কবি, আমি জানিনা কি করে আমার মন্তব্যগুলো পেশ করবো আমি নতুন ইউজার আমি শুধু আমার চারপাশের ঘটনা গুলো পেশ করলাম যা আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয় আপনারা আমার ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। )

বিষয়: বিবিধ

১০৬০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296646
২৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩১
চোরাবালি লিখেছেন : নারীরা যা মা হিসেবেই সফল; তা ছাড়া কোথাও সফল না; এদের মস্তিষ্ক গড়েই উঠেছে এভাবে
২৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৩
240171
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর বলেছেন।
296709
২৩ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
রুপসী বাংলা লিখেছেন : চোরাবালি
আপনি মনে হয় কথাটা সঠিক বলেন নাই নারীরা চাইলেই সবকিছু করতে পারে আপনি একবার মনে করুন কবি কাজী নজরুলের সেই বানী এই পৃথিবীতে যা কিছু কল্যানকর অর্ধেক করিয়াছে নারী অর্ধেকটা নর
২৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:১২
240329
চোরাবালি লিখেছেন : লাইনটি মনে করার আগে খতিয়ে দেখা দরকার সে সময় তিনি কতটা নারী প্রাপ্তির আকাঙ্খায় মগ্ন ছিল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File