যৌতুকের অভিশাপ
লিখেছেন লিখেছেন রুপসী বাংলা ১৪ ডিসেম্বর, ২০১৪, ০২:০১:১৪ দুপুর
জনসভা মঞ্চে দাড়িয়ে একজন নেতা ভাষন দিচ্ছেন
যৌতুক আমাদের দেশের অভিশাপ, যৌতুকের শিকার অনেক নারী আত্মহত্যার পথ বেছে নেয়
অনেক পিতা তার মেয়েদের বিয়ে দিতে পারে না যৌতুকের কারনে আসুন আমরা সবাই যৌতুক মুক্ত সমাজ গড়ে তুলি আর এই আইন টি সামনে মাস থেকে বাস্তবায়ন করা হবে, এই কথা শুনে তার পি,এ বলছে স্যার সামনে মাসে কেন এই মুহুর্ত থেকে বাস্তবায়ন করুন, নেতা বলছেন আরে গাধা এই মাসে আমার ছেলের বিয়ে আগে তার যৌতুকটা নিয়ে নেই তারপর এই আইন বাস্তবায়ন করবো তদ্রুপ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা শুধু মানুষকে উপদেশ দেন নিজের বেলায় সেটা কাজে লাগাতে চান না
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন