সবাইকে নিয়ে ভালো থাকতে চাই
লিখেছেন লিখেছেন রুপসী বাংলা ১৩ ডিসেম্বর, ২০১৪, ০৬:১৭:২৫ সন্ধ্যা
যদি ভালো থাকতে চাই
তবে সবাইকে নিয়ে
যদি কষ্ট পেতে চাই
তা শুধু নিজেকে নিয়ে,
সুখের সময়টা সবাইকে দিতে চাই
কিন্তু অশ্রুর গাধা মালা
একা গলায় পড়তে চাই
সুখ সে তো শুধু্ই মরিচিকা ,
গল্পের উপন্যাসের পাতা নয়
মোমবাতির মতো নিজেকে পুরিয়ে
অন্যকে সুখি করা।
আজ তোমার জীবনে আছি তাই
তুমি বোঝনা আমি কি?
যখন আমি থাকবো না তখন
আমাকে হাজার খুজেও পাবেনা
পাবে শুধু আমার হাজারো স্মৃতি।
বিষয়: বিবিধ
১৫০১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুমি বোঝনা আমি কি?
যখন আমি থাকবো না তখন
আমাকে হাজার খুঁজেও পাবেনা
পাবে শুধু আমার হাজারো স্মৃতি।
কথাটুকু যেন আমার জীবনের জন্যই তৈরি। কবিকে হাজার ধন্যবাদ
আপনার জীবনে কষ্টের স্মৃৃতিগুলো অনেক বেশি মনে পড়ে তাইনা
মন্তব্য করতে লগইন করুন