কারা স্মৃ্তি নয়, গ্রেফতার স্মৃতি
লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ২১ এপ্রিল, ২০১৬, ০৬:৪৩:১৯ সকাল
গত বছরের এপ্রিল মাসের দিকে যুবলীগের সোনার ছেলেদের কাছ থেকে আপ্যায়ন পাওয়ার সৌভাগ্য হয়েছিল, আলহামদুলিল্লাহ...
এশার নামাজ পড়ে বাসায় ফিরছিলাম। আমার সাথে ছিলেন আরো তিনজন আত্মার ভাই। মসজিদ থেকে দুই মিনিট হাটা দুরত্বে একটু দাড়ালাম কিছুক্ষণ। পরস্পর বিদায় নিয়ে চলে যাব। এমন সময় একটা মটর সাইকেল এসে পথ আটকালো।
কিছুক্ষণ কথোপকথনের পর আমাদের কাছ থেকে মোবাইলগুলো নিল। মোবাইলগুলো নাড়াচাড়া দিয়ে দেখতে লাগল ভেতরে কোন কিছু নড়ে কিনা...
হঠাত বলে উঠলো, তোরা তো জামায়াত-শিবির করিস। ভালোই লাগলো যে,
এতদিন ধরে শিবির করি, দেখেই তা বোঝা যায়...
এর মাঝে মধ্যে দুই এক ডোজ আপ্যায়ণ চলছেই।
ডাকা হল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারীসহ আরো অনেককে।
এ পর্বে আর জেলের ভাত না খেয়ে ছাড়া পাচ্ছি বলে মনে হচ্ছিল না। তারপরও আল্লাহ উপর ভরসা করে ধৈর্য্য ধরে যাচ্ছিলাম।
অবশেষে শেষ দৃশ্য। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর আগমন।
মোবাইলগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদেরকে ফেরত দেওয়া হয়েছিল বলে জানানো হল যুবলীগের দায়িত্বশীলদের ( ) পক্ষ থেকে। ততক্ষনে বুঝে গেছি ও আর ফেরত পাওয়া যাবে না। আর কথা না বলে মেহমান খানায় রওনা হলাম।
ওখানেও কিছু আপ্যায়ণ করা হল। আল্লাহর অশেষ রহমতে এ আপ্যায়নে কোন রকম স্বাদ পেলাম না।
পরদিন মেজিস্ট্রেটের আদালতে নিয়ে যাওয়া হল। হাতকড়া পরা অবস্থায় সোজা হয়ে দাঁড়িয়ে আছি। সাথে সাথেই পুলিশ বললেন, দুই হাত এক করে করজোড় হয়ে দাড়া ব্যাটা। আল্লাহর ইচ্ছায় ম্যাজিস্ট্রেট বললেন, সমস্যা নাই, ঠিক আছে। যেভাবে আছেন, সেভাবেই থাকেন।
ম্যাজিস্ট্রেট সাহেব পুরো ঘটনা জানতে চাইলেন, রাখ-ঢাক না করে পুরো ঘটনাই বললাম। মোবাইল গায়েব হওয়ার ঘটনাও বললাম। আল্লাহর রহমতে ম্যাজিস্ট্রেট সাহেব আমাদেরকে ছেড়ে দিতে বললেন।
ম্যাজিস্ট্রেট সাহেবকে সালাম দিয়ে দ্রুত আদালত প্রাঙ্গন ত্যাগ করলাম।
আবার রি-এরেস্ট নামক ব্যবস্থাতো আছেই ...
বিষয়: বিবিধ
১৪১৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি একদিন স্বপনে এমন দেখেছিলাম, গেইট দিয়ে হলে ঢুকব, তখনই ছাত্রলীগ মটরসাইকেল নিয়ে আমাকে ঘেরাও করল, আরও অনেক কিছু তারপর ঘুমটাই ভেঙ্গে গেল
শুনানী নাই...
সরাসরি আসামীর সাথে কথোপকথন...
>-
ম্যাজিস্ট্রেট আদালতে নাকি করজোড়ে দাড়াতে হয়!! কোন গনতান্ত্রিক দেশে এই নিয়ম আছে কি? সব সভ্য দেশেই অভিযুক্ত আসামী চেয়ারে তার উকিল এর সাথে বসে। শুধু আমাদের মত অসভ্য দেশে কাঠগড়ায় দাড়াতে হয়। অথচ এই কষ্টের জন্য যারা খালাস পায় তাদের কোন ক্ষতিপুরন দেওয়া হয়না।
আর ভাই, দেশ এখন আর গণতান্ত্রিক নাই। এখন দেশ আওয়ামীতান্ত্রিক হয়ে গেছে।
মন্তব্য করতে লগইন করুন