আসলেই কি হয়???
লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ০৮ ডিসেম্বর, ২০১৪, ০৫:৪৭:৪০ সকাল
- “আপা, আপনি তো হিজাব পরেন, আপনার মেয়েতো হিজাব পরে না। ওকে হিজাব পরানো দরকার না???”
- “কি যে বলেন না আপা, আমার মেয়েতো এখনো ছোট, কেবল মাত্র ফাইভে উঠেছে। বড় হলে ঠিক হয়ে যাবে।”
আসলেই কি ঠিক হয়???
হিজাব একটি ইসলামী পোশাক। মুসলিম মহিলাদের জন্য হিজাব পরিধান করা ফরজ। কিন্তু বাংলাদেশে শতকরা কতজন মুসলিম মহিলা হিজাব পরেন তা মুসলমানদের জন্য সত্যিই লজ্জাজনক।
হিজাব পরার প্রয়োজনীয়তা একজন তরুণীরই সবচাইতে বেশি। কিন্তু আজকাল প্রচলিত হয়ে গেছে এর ঠিক উল্টো অবস্থা। মায়েরা নিজেরা হিজাব পরে চলাফেরা করেন, কিন্তু নিজের পাশে মেয়েকে এমনভাবে সাজিয়ে নিয়ে চলেন যেন তিনি তার মেয়ের বিজ্ঞাপন দিচ্ছেন। অনেক ক্ষেত্রে মায়েরা চাইলেও পরাতে পারেন না, কারণ সে তার আশে পাশে যাদের সাথে চলাফেরা করে তারা কেউই হিজাব পরেনা, বরং যতটা উচ্ছৃংখল চলা যায় তারই চেষ্টা করে। সে কেন হিজাব পরতে যাবে। তাহলে এত সাজ-গোজের মানেটা কি?
ছোট থেকেই যাদের সাথে সে মিশে আসছে তাদের মত করেই সে বড় হবে এটাই স্বাভাবিক। এক্ষেত্রে মা বাবা যদি যোগ্য ভুমিকা পালন না করেন, তখন থেকেই মোটিভেশন না চালান তাহলে আর কখনোই পারবেন না। ছোট বেলা থেকেই যদি একটা মেয়েকে হিজাব পরের মানসিকতা ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আর এ সমস্যা হয় না।
বিষয়: বিবিধ
১৫৪৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
অনেক ধন্যবাদ সুন্দর লেখার জন্য ।
মন্তব্য করতে লগইন করুন