নুরুল ইসলাম নাহিদের চিকিৎসার খসড়া চিত্র

লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ২৮ নভেম্বর, ২০১৪, ০৮:০১:১৭ রাত

নুরুল ইসলাম নাহিদের চিকিৎসার খসড়া চিত্রঃ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ব্যক্তি ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করেছেন যে মহান নাস্তিক মন্ত্রী তার এই কুকর্মে কেবলমাত্র শিক্ষা ব্যবস্থা নয়, চিকিৎসা ব্যবস্থাও হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। এই চিকিৎসকেরাই একদিন মন্ত্রী মহোদ্বয়ের চিকিৎসা করতে গেল।



ফাঁস করা প্রশ্নে পরীক্ষা দিয়ে পাশ করে ডাক্তার হয়েছে, তাহলে তার চিকিৎসা কেমন হবে, আসুন দেখে নেই তার একটা চিত্রঃ

অপারেশন থিয়েটরে অপারেশন করার পূর্ব মূহুর্তে ডাক্তার বই খুলে কি যেন পড়া শুরু করেছে। তা দেখে মন্ত্রী মহোদ্বয় বলে উঠলেন,

অপারেশন না করে বই পড়া শুরু করলে কেন???


ডাক্তার বলল,
স্যার কিছু বুঝতেছি না কীভাবে অপারেশন করবো??? মন্ত্রী মহোদ্বয় বললেন, মূর্খ কোথাকার??? এতদিন তাহলে কী পড়াশুনা করেছ???


মূর্খ ডাক্তার বলল,
কি যে বলেন না স্যার, পরীক্ষার আগের রাতে আপনার কাছ থেকেইতো প্রশ্ন পেয়ে পাশ করেছি।

বিষয়: বিবিধ

১৩৭৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289264
২৮ নভেম্বর ২০১৪ রাত ০৮:১৫
হতভাগা লিখেছেন : এদের এরকম হালই হবে । নেতা ধরে পাশ হয়ে গেল বা প্রশ্ন পেয়ে কাজ সেরে ফেললো । কিন্তু যখন প্র‍্যাকটিকাল ফিল্ডে নামবে তখন হয়ত সেই নেতা বা মন্ত্রীই হয়ত তার ভুল চিকিতসার শিকার হবে ।

তবে ...... বাস্তবতা হল , বাংলাদেশের কোন নেতা / মন্ত্রী দেশে চিকিতসা করান না । একটু সর্দি কাশি হলেই বাইরে চলে যান ।

এরা জেনে বুঝেই দেশকে এরকম মেধাশূন্য করার দিকে এগিয়ে নিচ্ছে । এতে ক্ষতি হবে দেশের নিরীহ সাধারন মানুষেরই , তাদের কোন ক্ষতি হবে না। তারা চলে যাবেন দেশের বাইরে , যেমনটা তারা করেন তাদের সন্তানদের জন্য। এসব নেতাদের কোন সন্তান দেশে পড়াশুনা করে না । আর বোকা পোলাপানরা এসব নেতাদের জন্য নিজেদের জান কোরবান করে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করে ।
২৯ নভেম্বর ২০১৪ সকাল ১০:০২
233096
ইঁচড়ে পাকা লিখেছেন : নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ওনাদের জন্য দুনিয়া আর যারা ভুক্তভোগীদের জন্য পরকাল রয়েছে ইনশাআল্লাহ।
289284
২৮ নভেম্বর ২০১৪ রাত ০৯:০৬
লজিকাল ভাইছা লিখেছেন : খুব ভাল লাগলো, কিন্তূ এই রকম পরিস্থিতি আমাদের মত সাধারণ মানুষদের কেই মকাবেলা করতে হতে পারে, অর মত জানোয়ারদের চিকিৎসা সরকারী খরচে সিঙ্গাপুর বা আমেরিকায় হবে। অনেক ধন্যবাদ ।
২৯ নভেম্বর ২০১৪ সকাল ১০:০৩
233097
ইঁচড়ে পাকা লিখেছেন : নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ওনাদের জন্য দুনিয়া আর যারা ভুক্তভোগীদের জন্য পরকাল রয়েছে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ।
289296
২৮ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৪
ভিশু লিখেছেন : ডাক্তারদের অপমান > চলবে না, চলবে না... Not Listening
ব্লগের ডাক্তাররা কোথায়? সর্বজনাব ডাঃ পুস্পিতা, আরোহী, ইক্লি, নোমান, তারাচাঁদ, সাকী, রিফাতদের আশু দৃষ্টি আকর্ষণ করা হলো... Loser
২৮ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৭
232987
শেখের পোলা লিখেছেন : রাগ করেননা৷ আপনারাতো অনেক আগে পাশ করেছেন৷ তখনতো নাহীদ ছার ছিলেন না৷ এখনের ডাক্তারদের বলেছে৷ আপনাকে মন্তব্যেই আজকাল দেখাযায়৷ একটা লিখা দিয়ে আবার নিয়ে গেলেন, বিষয়কি?
২৮ নভেম্বর ২০১৪ রাত ১১:০৩
233009
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এখনকার ডাক্তার রা না পড়ে পাশ করে।
আর আগেকার ডাক্তার রা রোগি মেরে পাশ করত!!!
২৯ নভেম্বর ২০১৪ সকাল ১০:০৪
233098
ইঁচড়ে পাকা লিখেছেন : ভিশু ভাই, যারা দোষ করে তাদেরকে আমি বলেছি। আপনি জোর করে আপমান নিজের কাঁধে তুলে নিয়ে প্রমান করবেন না যে, আপনিও এই দলে।
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৭
233154
ভিশু লিখেছেন : আচ্ছা, টিক আছে, ধন্যবাদ পাকা ভাই।
Smug Good Luck Happy Love Struck
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫২
233213
ইঁচড়ে পাকা লিখেছেন : Happy জোর করে ধন্যবাদ আদায় করে নিলাম নাকি ভাই???
289314
২৮ নভেম্বর ২০১৪ রাত ১১:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু ডাক্তার কেন ভাই!!!!
ওইদিন দেশব্যাপি বিদ্যুত বিপর্যয় দেখে বাকি পেশাগুলির কি হবে সেটাও চিন্তা তরা উচিত!!!
২৯ নভেম্বর ২০১৪ সকাল ১০:০৬
233099
ইঁচড়ে পাকা লিখেছেন : অবশ্যই। আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File