অক্টোবরের ২৮ তারিখ রক্ত ঝরার দিন (ছবিসহ)

লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ২৮ অক্টোবর, ২০১৪, ০১:২৫:৩০ রাত

অক্টোবরের আটাশ তারিখ দুপুর বেলার অক্ত;

বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? মুজাহিদের রক্ত...!!!






স্বাধীন (!!!) বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম দিন ছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর।

কিছু নরপিশাচের হিংস্র থাবার মুখে পড়ে অসংখ্য মানুষকে কাঁদিয়ে মায়ের কোল খালি করে চলে, পিতার বুক ফাঁকা করে, ভাইয়ের আলিঙ্গনকে উপেক্ষা করে এবং বোনের ভালোবাসাকে পাশ কাটিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন ইসলামী আন্দোলনের কিছু নিবেদিত প্রাণ কর্মী।



আওয়ামী বাকশাল ও বাম রাজনীতির ধারকদের প্রত্যক্ষ সহযোগীতায় লগি-বৈঠা দিয়ে সাপের মত পিটিয়ে শহীদ করা হয় মুজাহিদ, মাসুম, শিপনসহ ছয়জন শিবির কর্মী এবং পাঁচজন জামায়াত কর্মীকে। ওরা ভেবেছিল কয়েকজন শিবির কর্মীকে মারতে পারলেই দমানো যাবে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে। কিন্তু ওদের সেই আশায় গুড়েবালি পড়েছে। ঐ ঘটনার পরে বাংলাদেশে ইসলামী আন্দোলন শত গুনে শক্তিশালী এবং বিচক্ষণ হয়ে আরো প্রতিকূল অবস্থার মোকাবেলা করার মত যোগ্যতাসম্পন্ন হিসেবে নিজেদেরকে প্রমান করতে সক্ষম হয়েছে।



আমাদের কাছে একজন জীবিত শিবিরকর্মী যতটা না শক্তিশালী, একজন শহীদ তার চেয়ে হাজারো গুন বেশি প্রেরণার।


শহীদেরা আমাদের সবচেয়ে বড় সম্পদ;

রেখে গেছে সাহসের দ্বিধাহীন সোজা রাজপথ।

বিষয়: বিবিধ

২০৪১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278776
২৮ অক্টোবর ২০১৪ রাত ০১:৩০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আল্লাহ কবুল করুন তাদের কোরবানি! সাথে ইসলামকে বুলন্দ করুন এই পৃথিবীতে...!
আমিন!
২৮ অক্টোবর ২০১৪ রাত ০১:৪৫
222514
ইঁচড়ে পাকা লিখেছেন : আমীন।
278780
২৮ অক্টোবর ২০১৪ রাত ০১:৪১
লজিকাল ভাইছা লিখেছেন : হে আল্লাহ্‌ আমাদের শহীদ ভাইদের কে আপনি কবুল করুন।
২৮ অক্টোবর ২০১৪ রাত ০১:৪৫
222515
ইঁচড়ে পাকা লিখেছেন : আমীন।
278821
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৮:২১
নিরবে লিখেছেন : আল্লাহ এই ভাইদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৪
222560
ইঁচড়ে পাকা লিখেছেন : আমীন।
278832
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৩১
মামুন লিখেছেন : বীভৎস দৃশ্যগুলো দেখে কষ্ট পেলাম।
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৬
222561
ইঁচড়ে পাকা লিখেছেন : আল্লাহ এই ভাইদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File